ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০১:৩১ এএম

জার্মান অর্থনীতির মাঝারি প্রবৃদ্ধি

২৮ নভেম্বর, ২০২৪ | ৭:২২ এএম

জার্মান অর্থনীতির মাঝারি প্রবৃদ্ধি

ছবি: সংগ্রহ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানি। প্রবৃদ্ধির এ হার প্রাথমিক প্রতিবেদনের দশমিক ২ শতাংশের তুলনায় কম। তবে মাঝারি মানের প্রবৃদ্ধি জার্মান অর্থনীতিকে সম্ভাব্য মন্দা এড়াতে সাহায্য করেছে। খবর ইউরো নিউজ।


বছরের প্রথম ছয় মাস (জানুয়ারি-জুন) জার্মানির অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল একদম মন্থর। এরপর দ্বিতীয়ার্ধ মাঝারি ধরনের প্রবৃদ্ধি নিয়ে শুরু হয়েছে। জার্মান পরিসংখ্যান দপ্তরের তথ্যানুযায়ী, তৃতীয় প্রান্তিকের জিডিপি আগের তিন মাসের (এপ্রিল-জুন) তুলনায় দশমিক ১ শতাংশ বেড়েছে।


এর আগে ঘোষিত দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় কম হলেও আগের প্রান্তিকের দশমিক ৩ শতাংশ সংকোচনের তুলনায় অর্থনীতি সম্প্রসারণ হয়েছে। এতে দেশটি মন্দা এড়াতে সক্ষম হয়েছে।

 

৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে গৃহস্থালি ব্যয়, যা আগের প্রান্তিকে দশমিক ৫ শতাংশ সংকুচিত হলেও এবার বেড়েছে দশমিক ৩ শতাংশ। এ সময় উল্লেখযোগ্যভাবে কমেছে সরকারি ব্যয়, এপ্রিল-জুনের ১ দশমিক ৬ শতাংশ ব্যয় বৃদ্ধি এবার দশমিক ৪ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

 

এদিকে ব্যবসার পরিবেশের মূল্যায়নের সূচক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুসারে, ইউরোপের শীর্ষ দুই অর্থনীতি জার্মানি ও ফ্রান্সে প্রত্যাশার চেয়ে পিছিয়ে রয়েছে।

 

এইচসিওবি ফ্ল্যাশ জার্মানি কম্পোজিট পিএমআই নভেম্বরের জন্য ছিল ৪৭ দশমিক ৩ পয়েন্ট। অর্থাৎ নিরপেক্ষ ৫০ পয়েন্টের চেয়ে কম ছিল সূচক। এ অনুসারে, টানা পাঁচ মাস ব্যবসায়িক কার্যকলাপ পতনের ধারায়। নভেম্বরের পিএমআই ৪৩ দশমিক ২ পয়েন্ট শিল্পোৎপাদন খাতে গভীর সংকোচন নির্দেশ করে। এছাড়া ৪৯ দশমিক ৪ পয়েন্ট সেবা খাতে সূচকের প্রথম হ্রাস চিহ্নিত করছে।

 

অন্যদিকে ফ্রান্সে ব্যবসার সূচক কয়েক মাস ধরেই পতনের ধারায়, নভেম্বরের কম্পোজিট পিএমআই ৪৪ দশমিক ৮ ছিল আগের অনুমানের তুলনায় খারাপ এবং টানা সংকোচনের এটি তৃতীয় মাস। শিল্পোৎপাদন ও সেবা খাত উভয়ই সংকুচিত হয়েছে, এ দুটি সূচক যথাক্রমে ৪৩ দশমিক ২ ও ৪৫ দশমিক ৭ পয়েন্ট। ফরাসি শিল্পোৎপাদনের এটি ২২তম ধারাবাহিক সংকোচন, যা মূলত মোটরগাড়ি, নির্মাণ ও প্রসাধন শিল্পে উৎপাদন হ্রাসের কারণে হয়েছে। দেশটি থেকে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে এ শিল্পগুলোর ক্রয়াদেশ কমে যাচ্ছে।

জার্মান অর্থনীতির মাঝারি প্রবৃদ্ধি