ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:২৩:৫৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২৪ | ১২:১৪ পিএম

অনলাইন সংস্করণ

জিনিসপত্র কিনতে মানুষের কষ্ট হচ্ছে, পেটের খিদা আগে মেটাতে হবে

৭ নভেম্বর, ২০২৪ | ১২:১৪ পিএম

জিনিসপত্র কিনতে মানুষের কষ্ট হচ্ছে, পেটের খিদা আগে মেটাতে হবে

ছবি: সংগ্রহীত

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ফ্যাসিস্টের একজন দোসর। রাষ্ট্রের ওই গুরুত্বপূর্ণ জায়গায় কোনও ফ্যাসিস্ট খুনির দোসর থাকতে পারে না।’

 

বুধবার (৬ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।  সারজিস বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড়। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। তবে বর্তমানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। বাজারে গিয়ে কোনও একটা জিনিসপত্র কিনতে মানুষের কষ্ট হচ্ছে। এই মুহূর্তে বাজার নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ। পেটের খিদা আগে মেটাতে হবে।’

 

 


তিনি বলেন, ‘আমেরিকার মতো একটি দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের কোনও একটি দলের ওপর নির্ধারণ করে না। তারা তাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করে তাদের দেশের স্বার্থ সামনে রেখে। এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ডেমোক্র্যাট বা রিপাবলিক আসুক, তাদের যেমন পলিসি চেঞ্জ হয় না, তাদের দেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত।

 

 

তিনি আরও বলেন, ‘একদল ক্ষমতায় আসলো আর এই দেশের সঙ্গে প্রেম-পিরিতি শুরু করে দিলো, এই পররাষ্ট্রনীতি করা যাবে না। আমেরিকার পররাষ্ট্রনীতি কোনও দলের ওপর নির্ভর করে না। বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক, সেটা রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক। সেভাবেই নির্ধারিত হবে, এখানে বিন্দুমাত্র প্রভাব পড়বে না।’

জিনিসপত্র কিনতে মানুষের কষ্ট হচ্ছে, পেটের খিদা আগে মেটাতে হবে