ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:৪৮:০৯ এএম

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

৪ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩০ পিএম

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

ছবি: সংগ্রহ

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একই সঙ্গে ফাউন্ডেশনে যেসব প্রতিষ্ঠান সেবা বা পণ্যের যোগান দেবে, সে ক্ষেত্রের কোনো উৎসে ভ্যাট দিতে হবে না। সোমবার এনবিআর একটি আদেশ জারি করে এই তথ্য জানিয়েছে।

 

‘ফাউন্ডেশন যেহেতু প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদান এবং দেশ বা বিদেশের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের দান বা অনুদানের মাধ্যমে পরিচালিত হবে এবং এটি একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় এর কার্যক্রমকে মূসক থেকে অব্যাহতি প্রদান করল এবং ওই ফাউন্ডেশনের সব ধরনের ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করল,’ বলা হয়েছে আদেশে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের তৃতীয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা হয়।

 

সভা থেকে পাওয়া সবশেষ তথ্য অনুযায়ী, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহিদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহতকে ৭ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ১৯০ টাকা দেওয়া হয়েছে সহায়তা হিসেবে। অর্থাৎ মোট ১ হাজার ১৪০ জনকে ২৬ কোটি ১১ লাখ ৭০ হাজার ১৯০ টাকা বিকাশ ও চেকের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

সভায় ফাউন্ডেশনের একটি নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়। এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সাধারণ সম্পাদক হিসেবে মো. সারজিস আলম, অর্থ সম্পাদক হিসেবে মোহা. আহসান হাবীব চৌধুরী এবং নির্বাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট মোহা. মুজাহিদুল ইসলাম, সাবরিনা আফরোজ সেবন্তি ও ডা. তাসনিম জারাকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মুহা. মুজাহিদুল ইসলাম শাহীনকে প্রধান করে একটি লিগ্যাল সাপোর্ট টিম গঠন করা হয়েছে। পাশাপাশি ছয় সদস্যের একটি গভর্নিং বডি গঠনের সিদ্ধান্ত হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূস, কাজী ওয়াকার আহমাদ, নূরজাহান বেগম, শারমীন এস মুরশিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে সেখানে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত