ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ
জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার ভর্তুকি: ফাওজুল কবির
১৬ নভেম্বর, ২০২৪ | ১২:১২ পিএম
![জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার ভর্তুকি: ফাওজুল কবির](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/16/20241116121020_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১৫ নভেম্বর), চট্টগ্রামের সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, “বাপেক্সের এক-একটি গাড়ির দাম ৫ কোটি টাকা। অথচ জ্বালানি খাতে ভর্তুকির জন্য ২৫ হাজার কোটি টাকা দিতে হচ্ছে। বিদ্যুৎ খাতের পরিস্থিতিও ভয়াবহ। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদের অবশ্যই পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
ফাওজুল কবির বলেন, “কর্ণফুলী টানেল এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটি নির্মাণ করা হলেও সেটি যথাযথভাবে ব্যবহার হচ্ছে না। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ সংযোগ সড়ক এবং একটি ইকোনমিক জোন তৈরি করে অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা ছিল। কিন্তু অপরিকল্পিত উন্নয়নের কারণে টানেল এখন লোকসান দিচ্ছে।”
পদ্মা রেল সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা রেল সংযোগ প্রকল্পের বার্ষিক রাজস্ব আয় ধরা হয়েছিল ১৪শ কোটি টাকা। কিন্তু বাস্তবে ছয় মাসের মধ্যে মাত্র ৩৭ কোটি টাকা আয় হয়েছে। এসব উন্নয়নের নামে অপচয় আমাদের ভাবিয়ে তুলেছে। আমি সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছি।”
ফাওজুল কবির খান বলেন, “আমাদের সরকার কোনো ব্যবসায়ী বা পেশিশক্তির কাছে দায়বদ্ধ নয়। আমরা শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ। ছাত্র-জনতার দাবিতে দায়িত্ব নিয়েছি এবং দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের উন্নয়ন যেন পরিকল্পিত হয়, সে বিষয়ে আমরা সর্বদা সচেষ্ট।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা খানম। উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
![জ্বালানি খাতে ২৫ হাজার কোটি টাকার ভর্তুকি: ফাওজুল কবির](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)