ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৪ | ৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ
টিসিবি ফ্যামিলি কার্ডের জন্য ৫১৯ কোটি টাকার পণ্য কিনছে সরকার
২৭ নভেম্বর, ২০২৪ | ৩:৪১ পিএম

ছবি: সংগ্রহীত
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের জন্য ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল কিনতে ৫১৯ কোটি ১৯ লাখ টাকা বরাদ্দ করেছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই পণ্যগুলো কেনার জন্য সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দিয়েছে।
২০২৪-২০২৫ অর্থবছরে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে, যার জন্য প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৬৬ টাকা। এ জন্য মোট ব্যয় হবে ৯১ কোটি ৩০ লাখ টাকা।
রমজান ২০২৫-এ ভর্তুকি মূল্যে বিক্রির জন্য মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ২০ হাজার মেট্রিক টন চিনি কেনা হবে। প্রথম ১০ হাজার মেট্রিক টনের জন্য প্রতি কেজি চিনির দাম নির্ধারণ করা হয়েছে ১১৬ টাকা ৮৫ পয়সা এবং পরবর্তী ১০ হাজার মেট্রিক টনের জন্য ১১৫ টাকা ৮৫ পয়সা। চিনি কেনায় মোট ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭০ লাখ টাকা।
এছাড়া, রাজশাহীর নাবিল নবা ফুডস লিমিটেড থেকে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৯৭ টাকা ২২ পয়সা থেকে ৯৭ টাকা ৯৭ পয়সা। মসুর ডাল কেনার জন্য মোট ব্যয় হবে ১৯৫ কোটি ১৯ লাখ টাকা।
সরকারের এই উদ্যোগ ২০২৫ সালের পবিত্র রমজান মাসে টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ নিশ্চিত করবে। এটি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী বাজারব্যবস্থা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
