ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৫ পিএম
অনলাইন সংস্করণ
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
১৮ জানুয়ারি, ২০২৫ | ৩:৫ পিএম
![টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118150544_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন। তিনি শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এ তথ্য জানান।
এস কে বশির উদ্দিন বলেন, "সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা নীতি পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব।" তিনি আরো বলেন, "টিসিবির ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া কার্ড শনাক্ত করা হয়েছে, যা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।"
করের বিষয়ে তিনি বলেন, "প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় করই গুরুত্বপূর্ণ, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো এই করগুলোর সঠিক প্রয়োগ করা।"
অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গেল ডিসেম্বরে ব্যাংকগুলো অযৌক্তিকভাবে লাভ করেছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, "এটি খতিয়ে দেখা উচিত।"
একই আলোচনা সভায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মানীয় ফেলো এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য ভ্যাট বৃদ্ধি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, "আমরা অবাক হয়েছি কীভাবে অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে। কর সংগ্রহে পরিকল্পনা না থাকলে সেটা কার্যকর হবে না।"
অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, "আমরা দেখতে পাচ্ছি, কৃষকরা তার ফসলের মূল্য পাচ্ছে না এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।" তিনি প্রশ্ন তোলেন, "এই সরকার কী ধরনের অর্থনৈতিক উত্তরাধিকার রেখে যাবে?" তিনি বলেন, "সুষম, অন্তর্ভুক্তিমূলক, টেকসই অর্থনীতি গড়তে যে ধরনের প্রশাসনিক কাঠামো বা সংস্কার প্রয়োজন, তা এখনও দৃশ্যমান নয়।"
এই আলোচনা সভায় বিভিন্ন অর্থনৈতিক বিষয়ে গভীর আলোচনা হয় এবং বর্তমান সরকারের অর্থনৈতিক নীতির নানা দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
- ট্যাগ সমূহঃ
- টিসিবির
- ফ্যামিলি
- কার্ডধারীর
- ৩৭ লাখই ভুয়া
![টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)