ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ
টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন
২৯ জানুয়ারি, ২০২৫ | ১১:৩৬ এএম
![টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/29/20250129113622_original_webp.webp)
ছবি: সংগ্রহ
অন্তর্বর্তী সরকার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর জন্য স্থানীয় প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে। এই ক্রয়ের জন্য মোট ব্যয় হবে ২১৩ কোটি ৮৭ লাখ টাকা।
এতটুকু ব্যয়ের মধ্যে চিনি কিনতে খরচ হবে ১১৫ টাকা ৪২ পয়সা কেজি দরে এবং মসুর ডাল কিনতে খরচ হবে ৯৮ টাকা ৪৫ পয়সা কেজি দরে। টিসিবি এসব পণ্য ফ্যামিলি কার্ডধারীদের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করবে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, টিসিবির জন্য ১০ হাজার টন চিনি এবং ১০ হাজার টন মসুর ডাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়। সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় ১০ হাজার টন চিনি এবং শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার টন মসুর ডাল কেনা হবে।
২০২৪-২৫ অর্থবছরের জন্য চিনি ক্রয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৪৪ হাজার টন, এর মধ্যে এ পর্যন্ত ৩৫ হাজার টন চিনি ক্রয়ের চুক্তি হয়েছে। এছাড়া মসুর ডাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৮৮ হাজার টন, এর মধ্যে ১ লাখ ২২ হাজার ৯৫০ টন মসুর ডাল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এখন আরও ১০ হাজার টন চিনি ও মসুর ডাল কেনার অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ কমিটি।
এ সিদ্ধান্তের ফলে, ফ্যামিলি কার্ডধারীরা যথাযথ মূল্য কমে চিনি ও মসুর ডাল পাবেন, যা তাদের জীবনে মূল্যবান সহায়তা হিসেবে কাজ করবে।
![টিসিবির জন্য ২১৩ কোটি টাকায় চিনি-মসুর ডাল কেনার অনুমোদন](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)