ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৪ | ৯:০ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
টোকিওর মূল্যস্ফীতি অতিক্রম করতে পারে বিওজের লক্ষ্যমাত্রা
২৪ নভেম্বর, ২০২৪ | ৯:০ এএম
![টোকিওর মূল্যস্ফীতি অতিক্রম করতে পারে বিওজের লক্ষ্যমাত্রা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/24/20241124090002_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
টোকিওর গত মাসের ভোক্তা মূল্যস্ফীতি জাপানের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ব্যাংক অব জাপানের (বিওজে) নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে। জ্বালানি খাতে ভর্তুকি কমানো ও খাদ্যপণ্যের দাম বাড়ার কারণে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে। সম্প্রতি রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
মূল ভোক্তা মূল্যসূচক (কোর কনজিউমার প্রাইস ইনডেক্স বা সিপিআই) জাতীয় মূল্যপ্রবণতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ সূচক। ১৭ জন অর্থনীতিবিদের পূর্বাভাস অনুসারে, টোকিওর কোর সিপিআই চলতি মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে ২ দশমিক ১ শতাংশে পৌঁছতে পারে।
এর আগে অক্টোবরে টোকিওর কোর সিপিআই ১ দশমিক ৮ শতাংশ বেড়েছিল। সে সময় এ সূচকটি গত পাঁচ মাসের মধ্যে প্রথমবার কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্যমাত্রার নিচে ছিল।
মিৎসুবিশি ইউএফজে রিসার্চ অ্যান্ড কনসাল্টিংয়ের অর্থনীতিবিদ শুনপেই ফুজিতা বলেন, ‘নভেম্বরে সূচকের বার্ষিক বৃদ্ধির হার অক্টোবরের তুলনায় আরো বাড়তে পারে। চালের দাম বাড়া ও সরকারের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপগুলোর প্রভাব কমে যাওয়ার কারণে খাদ্যদ্রব্যের দাম পুনরায় বাড়তে শুরু করেছে।’
কোর সিপিআই তাজা খাদ্য বাদ দিয়ে জ্বালানি পণ্যের দাম অন্তর্ভুক্ত করে। শুক্রবার প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা যায়, জাপানের জাতীয় কোর সিপিআই সেপ্টেম্বরে ২ দশমিক ৪ শতাংশ থেকে কমে অক্টোবরে ২ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছিল।
জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ নভেম্বর সকালে নভেম্বরের সিপিআই প্রতিবেদন প্রকাশ করবে। ডিসেম্বরে বিওজের নীতিনির্ধারণী বৈঠক সামনে রেখে একে গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে বিবেচনা করা হচ্ছে। রয়টার্সের জরিপে দেখা যায়, অক্টোবরে জাপানের শিল্পোৎপাদন সেপ্টেম্বরের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। চিপ উৎপাদন সম্পর্কিত যন্ত্রপাতি ও পরিবহন সরঞ্জামের উৎপাদন বাড়ার ফলে শিল্পোৎপাদন বেড়েছে। সেপ্টেম্বরে বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৬ শতাংশ।
একই দিন জাপানি শিল্প মন্ত্রণালয় ২৯ নভেম্বর স্থানীয় সময় সকালে শিল্পোৎপাদন ও খুচরা বিক্রির তথ্যও প্রকাশ করবে। এর আগে জরিপে দেখা গেছে, অক্টোবরে খুচরা বিক্রির হার গত বছরের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থনীতিবিদরা জানান, জাপানে বেকারত্বের হার অক্টোবরে ২ দশমিক ৫ শতাংশে পৌঁছতে পারে, যা সেপ্টেম্বরে ছিল ২ দশমিক ৪ শতাংশ। তবে চাকরির আবেদনকারীদের অনুপাত ১ দশমিক ২৪-এ স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- টোকিও
- মূল্যস্ফীতি
- লক্ষ্যমাত্রা
![টোকিওর মূল্যস্ফীতি অতিক্রম করতে পারে বিওজের লক্ষ্যমাত্রা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)