ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৪ | ১১:০ এএম
অনলাইন সংস্করণ
ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি: বাংলাদেশে চীনা বিনিয়োগ ও রপ্তানির সম্ভাবনা বাড়ছে
২১ নভেম্বর, ২০২৪ | ১১:০ এএম
![ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি: বাংলাদেশে চীনা বিনিয়োগ ও রপ্তানির সম্ভাবনা বাড়ছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/21/20241121105654_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
ট্রাম্প প্রশাসনের চীনের ওপর কঠোর রপ্তানি নীতি কার্যকর হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং তৈরি পোশাক রপ্তানির সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর শুল্ক ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে, যা চীনের অনেক শিল্প প্রতিষ্ঠান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে স্থানান্তরের পথ উন্মুক্ত করতে পারে। এর মধ্যে বাংলাদেশও একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে উঠে আসছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র ভাইস চেয়ারম্যান এবং বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন বলেছেন, "চীন থেকে আমাদের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। তারা বিনিয়োগে আগ্রহী এবং আমরা তাদের প্রস্তাবগুলো বিবেচনা করছি।"
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেন, "ট্রাম্পের আগের মেয়াদেও এই ধরনের সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু আমরা সেভাবে তা কাজে লাগাতে পারিনি। দেশের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।"
বর্তমানে চীনের তৈরি পোশাক, চামড়া, প্রাকৃতিক ও কৃত্রিম সুতা খাতের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে অনুসন্ধান চলছে। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ২৬০ মিলিয়ন ডলার। ট্রাম্প প্রশাসনের নতুন নীতির কারণে এই বিনিয়োগ আরো বাড়ার আশা করা হচ্ছে।
বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ বলেছেন, "চীন থেকে বিনিয়োগ ও কারখানা স্থানান্তর হলে আমাদের তৈরি পোশাক রপ্তানির সুযোগ বাড়বে। এছাড়া, কৃত্রিম সুতার পোশাক উৎপাদন বাড়ানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।"
বাংলাদেশে চীনা বিনিয়োগের আরেকটি কারণ হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নির্দেশনা। চীন এই নির্দেশনার কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে, যেখানে বাংলাদেশে এই শর্ত পরবর্তী সময়ে কার্যকর হবে।
বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম বলেন, "চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের জ্বালানি, তৈরি পোশাক, এবং টেক্সটাইল খাতে আগ্রহী। তারা যৌথ উদ্যোগে কাজ করতে চায়। তবে আমাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।"
অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা ও ব্যবসার পরিবেশ উন্নত করা জরুরি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চীনের নতুন বিনিয়োগ প্রস্তাবগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ট্রাম্প প্রশাসনের নীতিমালা কার্যকর হওয়ার পর আরো স্পষ্ট চিত্র পাওয়া যাবে।
সূত্র: ডয়েচে ভেলে
![ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি: বাংলাদেশে চীনা বিনিয়োগ ও রপ্তানির সম্ভাবনা বাড়ছে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)