ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৪ | ১১:৩৭ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ
২১ নভেম্বর, ২০২৪ | ১১:৩৭ এএম
![ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/21/20241121113523_original_webp.webp)
ছবি: সংগ্রহ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। তিনি গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
এ সময়, প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান জানান, যাতে তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে পারেন।
আইআরআই একটি থিঙ্কট্যাংক যা বিশ্বব্যাপী গণতন্ত্র প্রসারে কাজ করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই প্রতিনিধি দল তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্রসমাজ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
চিমা বলেন, ‘আইআরআইয়ের অগ্রাধিকার হলো অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা, বিশেষ করে যখন দেশে মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। এখানে সংস্কার সফল হতে দেখাই মার্কিন স্বার্থ।’
ড. মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে বলেন, "আমাদের সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করবে এবং নির্বাচন পরিচালনা করবে। নির্বাচন ট্রেন এরই মধ্যে প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে।"
বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেম্বলাম এবং প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।
![ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)