ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ১:৪১:০৯ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫ | ২:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ট্রাম্প শাসনামলে বাংলাদেশ নিয়ে প্রভাব খাটাতে পারবে ভারত?

২০ জানুয়ারি, ২০২৫ | ২:১৫ পিএম

ট্রাম্প শাসনামলে বাংলাদেশ নিয়ে প্রভাব খাটাতে পারবে ভারত?

ছবি: সংগ্রহীত

ডোনাল্ড ট্রাম্প ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নানামুখী আলোচনা চলছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্ক এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের ডেমোক্র্যাটদের সঙ্গে ঘনিষ্ঠতা এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

 

 

কূটনীতিকদের মতে, ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে তাদের এশিয়া নীতির আওতায় মূল্যায়ন করবে। যদিও নির্বাচনী প্রচারণায় সংখ্যালঘু ইস্যু নিয়ে ট্রাম্পের কিছু মন্তব্য নেতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, তবে সেগুলো বাস্তবায়নের সম্ভাবনা কম। স্থানীয় কূটনীতিকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে রাতারাতি পরিবর্তন হবে না। ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং সহযোগিতার নতুন সুযোগ উন্মোচিত হবে।

 

 

ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও ঢাকাকে দিল্লির চোখে দেখার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ তাদের বৈশ্বিক এজেন্ডার উপর নির্ভর করবে। তবে জলবায়ু ইস্যু এবং রোহিঙ্গা সংকটের মতো ক্ষেত্রে কিছু অর্থায়ন কমতে পারে।

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে রিপাবলিকানদের প্রশাসন এলে ইউনূস হয়তো আগের মতো সমর্থন পাবেন না। নতুন প্রশাসনের সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শ্রম খাতে আন্তর্জাতিক মান নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ মনে করেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শ্লথ গতিতে চলতে পারে। নতুন প্রশাসনের আন্তর্জাতিক কৌশল কিছুটা অন্তর্মুখী হওয়ায় বাংলাদেশের সঙ্গে সক্রিয় সম্পর্কের সম্ভাবনা কম।

 

 

বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার উপর জোর দেবে। তবে সামগ্রিকভাবে বাংলাদেশ ইস্যুতে বড় কোনো পরিবর্তন আশা করা হচ্ছে না। কূটনীতিকরা বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে।

ট্রাম্প শাসনামলে বাংলাদেশ নিয়ে প্রভাব খাটাতে পারবে ভারত?