ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ট্রাম্পের গাজা প্রস্তাব: সোশ্যাল মিডিয়ায় নতুন মানচিত্র, গাজাকে ৫১তম অঙ্গরাজ্য করার দাবি
ব্যঙ্গাত্মকভাবে একটি নতুন মানচিত্র শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সেখানে গাজা উপত্যকাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন যে, গাজ
৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:০ পিএম
![ট্রাম্পের গাজা প্রস্তাব: সোশ্যাল মিডিয়ায় নতুন মানচিত্র, গাজাকে ৫১তম অঙ্গরাজ্য করার দাবি](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/05/20250205154236_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গাজার দায়িত্ব যুক্তরাষ্ট্র নিতে চায় বলে প্রস্তাব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার বাইরে স্থায়ীভাবে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, "যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দায়িত্ব নেবে এবং আমরা এর যথাযথ ব্যবস্থাপনা করব।"
সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্পের এ বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ব্যবহারকারীরা। ব্যবহারকারীরা ব্যঙ্গাত্মকভাবে একটি নতুন মানচিত্র শেয়ার করেছেন, যেখানে গাজা উপত্যকাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন যে, গাজা এখন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য!
'নতুন ভাইরাল মানচিত্র' নিয়ে প্রতিক্রিয়া
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ভাইরাল হওয়া "নতুন মানচিত্র" নিয়ে হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি মজা করে গাজাকে "আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য" বলে উল্লেখ করেন, অন্য একজন তাকে সংশোধন করে বলেন, "কানাডার পর এটিকে ৫২তম ধরা উচিত!"
আরেকজন মন্তব্য করেন, "প্রতিদিন ইন্টারনেট কাঁপিয়ে দেওয়া এমন এক প্রেসিডেন্টকে ফিরে পেয়ে আমি খুব খুশি!"
অন্য একজন লিখেছেন, "আমি দেখছি, মানচিত্রে নাম পরিবর্তনের অনেক নতুন সংস্করণ আসছে। এটা দারুণ ব্যাপার!"
আরেকজন মজা করে বলেন, "আসল ৫১ হল নম্বর আলবার্টা, ৫২ নম্বর সাসকাচেওয়ান, ৫৩ নম্বর নিউ ব্রান্সউইক, ৫৪ নম্বর ইত্যাদি!"
অপরদিকে আরেকজন ব্যবহারকারী গাজার নতুন নাম দেন, "লাস গাজা"।
অন্য একজন উত্তেজিতভাবে লেখেন, "ইতিহাস তৈরি হচ্ছে!!!!"
আরেকজন মজা করে বলেন, "আমি নিউ গাজার রাষ্ট্রদূত হওয়ার জন্য আবেদন করছি।"
একজন মন্তব্য করেন, "এটা দেখে হাসতে গিয়ে আমার পানীয় প্রায় গলায় আটকে যাচ্ছিল! কী দিনটাই না আজ, হাহা!"
আরেকজন রসিকতা করে লেখেন, "এর নাম রাখা হোক "এমএজিএ স্ট্রিপ!"
আরেকজন সামাজিক মাধ্যমে লিখেছেন, "আমরা গাজায় ছুটি কাটাতে যাচ্ছি!!!!"
একজন ব্যবহারকারী প্রশ্ন করেন, "গুগল ম্যাপে কবে এটি আপডেট করবে? ভূমধ্যসাগরের নাম কি বদলে 'আমেরিকান সি' রাখা হবে?"
অন্য একজন রসিকতা করে লেখেন, "এই আমেরিকান ঘর পরিষ্কার করতে প্রস্তুত!! চলুন…!"
ইসরায়েল-গাজা যুদ্ধ
গত ৭ অক্টোবর হামাসের আক্রমণে ইসরায়েলে ১,২১০ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে দেশটির সরকারি সূত্র। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৪৭,৫১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক ব্যক্তি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হামলার ফলে গাজার প্রায় সমগ্র জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং সেখানে এক ভয়াবহ খাদ্য সংকট দেখা দিয়েছে। বর্তমানে যুদ্ধবিরতির আওতায় সংঘাত বন্ধ রয়েছে, যদিও পরিস্থিতি এখনো নাজুক।
যুদ্ধবিরতির প্রথম ধাপ গত মাসে কার্যকর হয়। মঙ্গলবার হামাস জানিয়েছে, তারা দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে সংলাপ শুরু করেছে। প্রথম ধাপে সংঘর্ষ বন্ধ, গাজায় আরও বেশি মানবিক সহায়তা পাঠানো এবং ৭ অক্টোবর ২০২৩-এর হামলার সময় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ের বিষয়ে কথা হয়েছিল।
যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ের আলোচনায় সম্ভাব্যভাবে আরও জিম্মি ও আটক ব্যক্তিদের মুক্তি, যুদ্ধবিরতির অনির্দিষ্টকালীন সম্প্রসারণ এবং সংঘাত শেষ হওয়ার পর গাজার শাসনব্যবস্থা কার হাতে থাকবে - এমন গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অন্তর্ভুক্ত থাকবে।
![ট্রাম্পের গাজা প্রস্তাব: সোশ্যাল মিডিয়ায় নতুন মানচিত্র, গাজাকে ৫১তম অঙ্গরাজ্য করার দাবি](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)