ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫২:৩৫ এএম

ট্রাম্পের যে ঘোষণায় বিপাকে ১০ লাখ ভারতীয়

৯ নভেম্বর, ২০২৪ | ৮:৪০ এএম

ট্রাম্পের যে ঘোষণায় বিপাকে ১০ লাখ ভারতীয়

ছবি: সংগ্রহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের নীতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন, যা ১০ লাখ ভারতীয় অভিবাসীর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার সহকারী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রচারাভিযান ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুরা স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। নাগরিকত্বের জন্য, তাদের পিতা বা মাতার মধ্যে একজনকে যুক্তরাষ্ট্রের নাগরিক অথবা বৈধভাবে বসবাসের অনুমোদনপ্রাপ্ত হতে হবে।

 

 

এই নতুন নীতির ফলে মার্কিন মুলুকে সন্তান জন্মদানকেন্দ্রিক নাগরিকত্ব পাওয়ার পদ্ধতিতে বাধা সৃষ্টি হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্ম নেওয়া যে কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে। এই সুবিধার কারণে অনেক ভারতীয় অভিভাবক তাদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার মাধ্যমে নিজস্ব গ্রিনকার্ড এবং বসবাসের অনুমোদনের জন্য সুযোগ পান।

 

 

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই পরিকল্পনা মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর লঙ্ঘন, যা জন্মসূত্রে নাগরিকত্বকে সুরক্ষিত করে। মার্কিন অভিবাসন আইনজীবী গ্রেগ সিসকাইন্ড বলেন, "এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সংবিধানের স্পষ্ট লঙ্ঘন হবে এবং আদালতে চ্যালেঞ্জ করা যাবে।"

ট্রাম্পের যে ঘোষণায় বিপাকে ১০ লাখ ভারতীয়