ঢাকা মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ - ৮:৩৫:২৩ এএম

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক

১৩ মার্চ, ২০২৫ | ১০:০ পিএম

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক

ছবি: সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোকে আরও ১০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ধনকুবের ইলন মাস্ক।

 

প্রতিবেদন বলছে, ট্রাম্প টেসলা গাড়ি কেনার পর মাস্কের অনুদানের সিদ্ধান্ত এলো।


২০২৪ সালের নির্বাচনী চক্রে ট্রাম্প এবং অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের নির্বাচিত করতে সাহায্য করার জন্য কমপক্ষে ২৮৮ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন ইলন মাস্ক। এটি ট্রাম্পের পক্ষে মাস্ককে সবচেয়ে বড় রাজনৈতিক দাতা করে তুলেছে।

 

ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি অসন্তোষের কারণে টেসলার শেয়ার বিক্রি নিম্নমুখী হয়েছে। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। ট্রাম্প মাস্কের কোম্পানির প্রতি জনসমক্ষে সমর্থন জানিয়েছেন।

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন মাস্ক