ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৮:১৭ পিএম

ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২০ এএম

ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও

ছবি: সংগ্রহ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্যানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। এই পদক্ষেপ বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে, তবে ট্রাম্প নিজ সিদ্ধান্তে অনড় রয়েছেন।

 

 

ডয়চে ভেলের প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, এবং চীনা পণ্যের ওপর শুল্ক হবে ১০ শতাংশ।

 

 

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তার সম্পাদকীয়তে ট্রাম্পের এই শুল্ক আরোপকে ‘ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। ট্রাম্প অবশ্য তার সিদ্ধান্তের জন্য আত্মবিশ্বাসী এবং একাধিক সমালোচনার জবাব দিয়েছেন।

 

 

নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, চীন, মেক্সিকো এবং কানাডার মতো দেশগুলি দীর্ঘদিন ধরে আমেরিকাকে 'লুটপাট' করে আসছে। তিনি লিখেছেন, “এটা হবে আমেরিকার স্বর্ণযুগ। কিছু কষ্ট হবে, হয়তো, কিন্তু আমরা আমেরিকাকে আবার মহান করবো।”

 

 

এছাড়া, ট্রাম্প কানাডাকে “আমাদের প্রিয় ৫১তম রাষ্ট্র” হিসেবে অভিহিত করে বলেছেন, “আপনারা পণ্য যুক্তরাষ্ট্রে তৈরি করুন, এখানে কোনও শুল্ক নেই।”

 

 

ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। বেইজিং এই পদক্ষেপকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে শুল্কের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। চীনা বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের 'ভ্রান্ত আচরণের' সমালোচনা করে বলেছে যে, এই শুল্ক কেবল যুক্তরাষ্ট্রের নিজস্ব সমস্যা সমাধান করতে ব্যর্থ নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করবে।

 

 

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডাব্লিউটিও) বিষয়টি মোকাবিলায় সহায়তা না করতে পারলে, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্যনীতির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন আশঙ্কা রয়েছে।

 

 

ট্রাম্পের শুল্ক আরোপের পর প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, কানাডা ১৫৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। তিনি বলেন, “আমরা পরিস্থিতির আরও অবনতি চাইছি না, তবে কানাডার পক্ষে, কানাডিয়ানদের জন্য, কানাডিয়ানদের চাকরির জন্য আমরা দাঁড়াবো।”

 

 

ট্রুডো এই পদক্ষেপের পর মার্কিন ভোক্তাদের উদ্দেশে সতর্ক করে বলেন, এর ফলে মুদিখানার পণ্যসহ অনেক পণ্যের দাম বৃদ্ধি পাবে, এবং তার প্রকৃত পরিণতি ভোগ করতে হবে আমেরিকান জনগণকে।

 

 

বিশ্বজুড়ে ট্রাম্পের এই পদক্ষেপের ফলে বাণিজ্য সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে। চীন, কানাডা ও মেক্সিকো তাদের পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত এবং এই পরিস্থিতি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

 

ট্রাম্পের ‘বাণিজ্য যুদ্ধে’ আশঙ্কার ছায়া ইউরোপেও