ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ নভেম্বর, ২০২৪ | ২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
ডলারের মূল্য ও স্বর্ণ ক্রয়ের প্রতিযোগিতা ও ব্রিকস মুদ্রা, তাহলে কি ভারত হতে যাচ্ছে বিশ্বের নেতা?
২ নভেম্বর, ২০২৪ | ২:৫৭ পিএম
![ডলারের মূল্য ও স্বর্ণ ক্রয়ের প্রতিযোগিতা ও ব্রিকস মুদ্রা, তাহলে কি ভারত হতে যাচ্ছে বিশ্বের নেতা?](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/02/20241102145707_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
গত কয়েক দিন আগে ব্রিকস এর সম্মেলন হল, বর্তমানে ভারত, চীন, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থাকলেও মধ্যপ্রাচ্যের দেশ সহ আরও ৩২ দেশ যুক্ত হওয়ার অপক্ষায় আছে। সৌদি আরব ডলারে তৈল বিক্রির চুক্তি আর বাড়বে না বলে আমেরিকা কে জানিয়ে দিয়েছে। অর্থাৎ পেট্রো ডলারের যুগ শেষ হচ্ছে বলে ধরে নেওয়া যায়।
পৃথিবীতে প্রথম মুদ্রা স্বর্ণ আর দ্বিতীয় মুদ্রা ডলার, আন্তজাতিক বাজারে বিগত ছয় মাসে স্বর্ণের বাজার বৃদ্ধির হার পর্যালোচা করলে দেখবেন এপ্রিল ২৪ এ প্রতি ভরি স্বর্ব ছিল ১.১৬ লাখ টাকা যা বর্তমানে ১.৪৩ লাখ টাকা। ভরি প্রতি মূল্য বৃদ্ধি ২৭ হাজার টাকা, শতকরা হারে ২৩.২৭ শতাংশ। হিসাবটা যদি এক বছরের ধরা হয় তাহলে অক্টোবর ২৩ শে ছিল ৭০ হাজার টাকা প্রতি ভরি, যা বর্তমান মূল্য বৃদ্ধি হারের সাথে তুলনা করলে ১০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিগত দশ বছরে অধিক স্বর্ণ ক্রয়ের প্রথম পাঁচটা দেশ যথাক্রমে রাশিয়া ১২৯৮ মেট্রিক টন, চীন ১১৮১ মেট্রিক টন, তুরস্ক ৪২৮ মেট্রিক টন, পোল্যান্ড ২৫৬ মেট্রিক টন ও ভারত ২৪৬ মেট্রিক টন। তাদের পূর্বের স্বর্ণ রিজার্ভের শতকরা হারে বৃদ্ধির পরিমাণ ধারাবাহিক ভাবে ১২৫%, ১১২%, ৩৬৮%, ২৪৯% ও ৪৪%। যার মধ্যে তিনটি দেশ ব্রিকস এর সদস্য ও বাকি দুইটা চলতি বছর ব্রিকসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ব্রিকস এ থাকা ও থাকতে চাওয়া দেশ গুলো স্বর্ণের রিজার্ভ বৃদ্ধির কারণে স্বর্ণের মূল্য বৃদ্ধির মূল কারণ। আমেরিকার কাছে থাকা স্বর্ণের পরিমাণ মোট স্বর্ণের ৭২ শতাংশ হলেও বিগত দশ বছরে তারা স্বর্ণ ক্রয় করে নাই। স্বর্ণের চাহিদা বৃদ্ধি ও জোগান কম থাকা মূল্য বৃদ্ধির প্রধান কারণ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও আফগানিস্তান থেকে আমেরিকা চলে যাওয়ার কারণে ডলারে সংরক্ষিত রিজার্ভ ফেরত না দেওয়ায় বিভিন্ন দেশ ডলার থেকে স্বর্ণ রিজার্ভ বৃদ্ধির দিকে জুকছে।
স্বর্ণের দাম আরও বাড়বে ব্রিকস মুদ্রা না আশা ও ব্রিকসের আলাদা পেমেন্ট গেটওয়ে তৈরি না হওয়া পর্যন্ত। কাগজের মুদ্রা গুরুত্ব দিলেও বিশ্বের বহু দেশ রাতারাতি ফকির হবে, যদি ডলারের মান কমে যায়। বর্তমানে ৯৮% ডলারে লেনদেন হলেও ব্রিকস দেশ সমূহ যদি ৫০% লেনদেন তাদের মুদ্রায় করে তাহলে ডলারের মান কোথায় যাবে সেটা সহজে অনুমান করা যায়।
স্বর্ণের দাম ১.৮০-২.০০ লাখ টাকায় যেতে বাকি ছয় মাস হয়তো লাগবে না। ১৯৪৮-২০২৪ সাল পর্যন্ত ৭৬ বছর ডলারের আধিপত্য ছিল, প্রতি ৭৫/৮০ বছরে ভূরাজনীতিতে মোড়লের পরিবর্তন হয়, এটা সেটার লক্ষণ বলে ধরে নেওয়া যায়।
- ট্যাগ সমূহঃ
- ডলারের মূল্য
- স্বর্ণ
- ক্রয়
- ব্রিকস মুদ্রা
![ডলারের মূল্য ও স্বর্ণ ক্রয়ের প্রতিযোগিতা ও ব্রিকস মুদ্রা, তাহলে কি ভারত হতে যাচ্ছে বিশ্বের নেতা?](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)