ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরির দাবি আলিবাবার
৩১ জানুয়ারি, ২০২৫ | ১১:৩২ এএম
![ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরির দাবি আলিবাবার](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/31/20250131113203_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা তাদের এআই মডেল কুয়েনের একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির দাবি, সক্ষমতায় চ্যাটজিপিটি ও বহুল আলোচিত চীনা এআই ডিপসিকের চেয়েও বেশি শক্তিশালী এই সংস্করণ, যা চমকে দিতে পারে বিশ্বকে।
বিশেষজ্ঞরা বলছেন, চীনের ভেতরে ও বাইরে শক্তিশালী নতুন এআই সিস্টেম তৈরির উন্মত্ত তাড়াহুড়োরই প্রতিফলন এটি।
আলিবাবার ক্লাউড বিভাগ এক ঘোষণায় জানিয়েছে, কুয়েন ২.৫ ম্যাক্স প্রায় সব ক্ষেত্রেই ওপেনএআইয়ের জিপিটি-৪ও, ডিপসিক-ভি৩ ও মেটার লামা-৩.১-৪০৫বি-এর তুলনায় উন্নত। এদিকে কম খরচে তৈরি করা ডিপসিকসহ বিভিন্ন চীনা এআই মডেলগুলোয় উচ্চ ক্ষমতা থাকায় এআই প্রযুক্তি-দুনিয়ায় বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শুধু তা-ই নয়, চীনা প্রতিষ্ঠানগুলোর কম খরচে এআই মডেল তৈরির কৌশলের কারণে শীর্ষ মার্কিন এআই প্রতিষ্ঠানগুলোয় বিপুল বিনিয়োগের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
১০ জানুয়ারি ‘ডিপসিক-ভি৩’ মডেলের মাধ্যমে চালিত ডিপসিকের এআই অ্যাসিস্ট্যান্ট বাজার আসে। এরপর ২০ জানুয়ারিতে স্টার্টআপটির ‘আর১’ এআই মডেল প্রকাশ পায়, যা হতবাক করেছে সিলিকন ভ্যালিকে ও ধস নামিয়েছে প্রযুক্তিখাতের শেয়ারে।
ওপেনএআইয়ের চেয়ে ৩০ শতাংশ কম শক্তি ব্যবহার করে একই রকম নির্ভুল উত্তর দিতে পারে চীনা ডিপসিকের এআই মডেল। আর এ কারণে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের নেতৃস্থানীয় বিভিন্ন এআই কোম্পানির বিশাল ব্যয় পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছে।
ডিপসিকের সাফল্যের সঙ্গে সঙ্গে চীনা প্রতিযোগীদের মাঝেও তাদের এআই মডেল উন্নয়নে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে।
ডিপসিকের আর১ মডেল বাজারে আসার দুইদিন পরেই টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স তাদের এআই মডেলের একটি আপডেট প্রকাশ করে। প্রতিষ্ঠানটি দাবি, এই মডেল এআইএমই টেস্টে ওপেনএআইয়ের ও১ মডেলকে হারিয়েছে।
![ডিপসিকের চেয়েও শক্তিশালী এআই মডেল তৈরির দাবি আলিবাবার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)