ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩০ এএম
অনলাইন সংস্করণ
ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ
২৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:৩০ এএম
![ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/23/20241223092435_original_webp.webp)
ছবি: সংগ্রহ
চলতি ডিসেম্বর মাসের মধ্যেই বাংলাদেশ বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে মোট ১.১ বিলিয়ন (১,১০০ মিলিয়ন) মার্কিন ডলার বাজেট সহায়তা পাবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং উন্নয়ন কার্যক্রমকে বেগবান করতে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন মার্কিন ডলার এবং এডিবি ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের দুটি বাজেট সহায়তা অনুমোদন করেছে। মোট ১.১ বিলিয়ন মার্কিন ডলারের এই বাজেট সহায়তা চলতি মাসেই পাওয়ার আশা করা হচ্ছে।
বাজেট সহায়তার পাশাপাশি বিশ্বব্যাংক স্বাস্থ্য ও পুষ্টি খাতে ৩৭৯ মিলিয়ন এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮০ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্প সহায়তাও অনুমোদন করেছে।
এডিবি’র পক্ষ থেকে গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং এডিবি’র মধ্যে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং শাসন কার্যক্রমের উপপ্রোগ্রামের জন্য করা হয়েছে। অর্থ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি প্রণীত হয়েছে।
গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক বাংলাদেশের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা অনুমোদন করে। সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়নে সংস্কার কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে দ্বিতীয় বাংলাদেশ গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ক্রেডিটের আওতায় এই সহায়তা প্রদান করা হয়েছে।
বিশ্বব্যাংক এবং এডিবি’র বাজেট ও প্রকল্প সহায়তা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে এই অর্থায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- ট্যাগ সমূহঃ
- বিশ্বব্যাংক
- এডিবির
- পাবে
- বাংলাদেশ
![ডিসেম্বরেই বিশ্বব্যাংক ও এডিবির ১১০০ মিলিয়ন ডলার পাবে বাংলাদেশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)