ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৪ | ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামায় লেনদেন চলছে
১০ নভেম্বর, ২০২৪ | ১১:৩৩ এএম
![ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচকের ওঠানামায় লেনদেন চলছে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/10/20241110113207_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১০ নভেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে বলে জানা গেছে।
ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স সকাল সাড়ে ১০টায় আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ৫,৩০৭ পয়েন্টে পৌঁছায়। এ সময় ডিএসইর শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১,১৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১,৯৬১ পয়েন্টে অবস্থান করে।
এ সময়ের মধ্যে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৩২টির, আর ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে। শীর্ষ লেনদেনকারী কোম্পানিগুলোর মধ্যে ফার ইস্ট নিটিং, ওরিয়ন ফার্মা, বিএসসি এবং ওরিয়ন ইনফিউশন রয়েছে।
অন্যদিকে, সিএসইতে সকাল সাড়ে ১০টায় সিএএসপিআই সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১৪,৯২০ পয়েন্টে পৌঁছায়। এ সময়ে সিএসইতে ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে ১৮টি কোম্পানির দর বেড়েছে, ৫টির কমেছে এবং ২টির দর অপরিবর্তিত রয়েছে।