ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৪ | ১২:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ!
৫ অক্টোবর, ২০২৪ | ১২:৪৫ পিএম
![তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ!](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/05/20241005124517_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আরও পড়ুন
অবৈধ গ্যাস সংযোগের মূল উৎপাটনের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কালিগঞ্জ, আগানগর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীর চর, চাঁদনী হাউজিং, হরিহরপাড়া, এনায়েতনগর, ফতুল্লা, চাষাঢ়া, আটি হাউজিং, সিদ্ধিরগঞ্জ, তিনগাও, বাজবি, দুপ্তারা, আড়াইহাজার, নারায়নগঞ্জ, মজিদপুর, জামসিং, সাভার। সারদাগঞ্জ, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, জয়দেবপুর,কড্ডা,কোনাবাড়ি গাজীপুর, ধানমিন্ড, মিরপুর, গুলশান, আশুলিয়া, সাভার, ভালুকা, ময়মনসিংহ ও মেঘনাঘাট
ত্রই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা গত ৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অভিযান পরিচালনা করে ৪৬টি শিল্প, ২৭টি বাণিজ্যিক ও ৩১৮৯টি আবাসিকসহ মোট ৩২৬২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭৯৮৭টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে।
![তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ!](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)