ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ
তিতাসের ৪০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
২৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪১ পিএম
![তিতাসের ৪০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/24/20241224153317_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকা জেলার সাভারের হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানে ১ দশমিক ৫ কিলোমিটার গ্যাস লাইন অপসারণ, ১টি শিল্প ও ৪০০টি আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিনটি স্থানে পরিচালিত এ অভিযানের ফলে দৈনিক ৬৭ হাজার ২০০ ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব হবে, যার আর্থিক মূল্য প্রায় ৪৪ হাজার ৬৭০ টাকা।
অভিযান চলাকালে প্রায় ১৫শ’ মিটার জিআই পাইপ এবং ১৫টি রেগুলেটর জব্দ করা হয়েছে। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে কে এস ফ্যাশন অ্যান্ড ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এই অভিযান অবৈধ সংযোগের মাধ্যমে জাতীয় সম্পদের অপচয় রোধ এবং সুশৃঙ্খল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অবৈধ সংযোগ বন্ধের এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই উদ্যোগ সাভার অঞ্চলে গ্যাস সংযোগের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জাতীয় গ্যাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
![তিতাসের ৪০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)