ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১৮:১০ পিএম

তিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ১২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ

১ জানুয়ারি, ২০২৫ | ৩:১৩ পিএম

তিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ১২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ

ছবি: সংগ্রহ

বিদায়ী ২০২৪ সালের শেষ দিনে তিনটি বেসরকারি ব্যাংককে আর্থিক সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক ১২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ ঋণ প্রদান করেছে। এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং এবি ব্যাংক।

 

সোমবার (৩০ ডিসেম্বর) বছরের শেষ দিনে চলতি হিসাবের ঘাটতি পূরণের জন্য এ ঋণ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসলামী ব্যাংক ৫ হাজার ৫০০ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৬ হাজার কোটি টাকা এবং এবি ব্যাংক ১ হাজার কোটি টাকা পেয়েছে। এছাড়া দৈনন্দিন তারল্য সংকট মোকাবিলায় এবি ব্যাংককে আরও ২০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

 

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই বিশেষ ঋণ বুধবার (১ জানুয়ারি) ফেরত নেওয়া হবে। এর বিপরীতে ব্যাংকগুলোকে ১১ দশমিক ৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হবে।

 


গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতির ফলে এই ব্যাংকগুলো বড় ধরনের আর্থিক সংকটে পড়ে। ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ এই ব্যাংক থেকে প্রায় ৭৩ হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নেয়। এটি ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫০ শতাংশ।

 


ন্যাশনাল ব্যাংক সিকদার গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিশাল অঙ্কের ঋণ অনিয়মিত হয়েছে। এবি ব্যাংক দীর্ঘদিন ধরে অনিয়মের শিকার, যা এর প্রতিষ্ঠাতা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী মোরশেদ খানের পরিবারের দ্বারা পরিচালিত হয়ে আসছিল।

 


ঋণ অনিয়মের ফলে এই ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমার হার (সিআরআর) এবং বিধিবদ্ধ জমার হার (এসএলআর) বজায় রাখতে ব্যর্থ হয়েছে।

 


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিশেষ ঋণ ব্যাংকগুলোর চলতি হিসাব উদ্বৃত্ত দেখাতে সহায়তা করলেও মূল সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ধরনের সংকট পুনরাবৃত্তি ঘটতে পারে।

 

 

কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা আরও বলেছেন, ব্যাংকগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। আর্থিক খাতকে টেকসই করতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

তিন ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের ১২,৫০০ কোটি টাকার বিশেষ ঋণ