ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৪ | ৩:৯ পিএম
অনলাইন সংস্করণ
তিন মাসে যেসব কাজ করেছে অন্তর্বর্তী সরকার
১০ নভেম্বর, ২০২৪ | ৩:৯ পিএম
![তিন মাসে যেসব কাজ করেছে অন্তর্বর্তী সরকার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/10/20241110150842_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাজের অগ্রগতি তুলে ধরা হয়, যেখানে সরকার তিন মাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদনে, গত তিন মাসে প্রশাসনিক নিয়োগ, বদলি ও পদোন্নতির অগ্রগতি তুলে ধরা হয়। এই সময়ে সচিব পদে ১২ জন, অতিরিক্ত সচিব পদে ১৩৫ জন, যুগ্ম-সচিব পদে ২২৬ জন এবং উপ-সচিব পদে ১২৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। জেলা প্রশাসক পদে ৫৯ জনসহ বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ ও বদলি করা হয়েছে।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের তিন মাসের মূল অর্জনগুলো হলো-
১. শান্তিপূর্ণভাবে ক্ষমতা পরিবর্তন হয়েছে।
২. সংকটময় পরিস্থিতি থেকে অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে।
৩. ব্যাপক বৈশ্বিক সহায়তা অর্জিত হয়েছে।
৪. রাজনৈতিক সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছে, যা আলোচনার ভিত্তিতে নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে সহায়তা করবে।
৫. বন্যা ও গার্মেন্টস খাতে অস্থিরতার মতো সমস্যাগুলো সফলভাবে মোকাবিলা করা হয়েছে।
এই তিন মাসে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ধারাবাহিক অগ্রগতি ও স্থিতিশীলতার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।
![তিন মাসে যেসব কাজ করেছে অন্তর্বর্তী সরকার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)