ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৪ | ৪:০ এএম
অনলাইন সংস্করণ
তিন সপ্তাহের অভিযানে ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ
২৯ নভেম্বর, ২০২৪ | ৪:০ এএম
ছবি: সংগ্রহ
সারা দেশে পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ‘৩৮ হাজার ১৭৮ কেজি’ পলিথিন জব্দ করার তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারা দেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের ১৬২টি অভিযান পরিচালিত হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়।
এসব অভিযানে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আনুমানিক৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
শুধু ঢাকা মহানগরে ১৩টি ভ্রাম্যমাণ আদলত পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম কাজী তামজীদ আহমেদ, সুলতানা সালেহা সুমী এবং ফয়জুন্নেছা আক্তার এসব অভিযানে নেতৃত্ব দেন।
এসব অভিযানে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ৩ হাজার ৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।
২০০২ সালে আইন করে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। তবু, পলিথিনের অবাধ ব্যবহার চলছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর চলতি বছরের ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।
একই সঙ্গে পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। এর বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ মন্ত্রণালয়। পলিথিন জব্দের পাশাপাশি জরিমানাও করা হচ্ছে।