ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ মার্চ, ২০২৫ | ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেনস্কি, দাবি ট্রাম্পের
১ মার্চ, ২০২৫ | ১০:৫৫ এএম

ছবি: সংগ্রহ
মো সোহাগ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক। হোয়াইট হাউজের ওভাল অফিসে বৈঠকে শুরুতেই বাগবিদন্দা। এতদিন এই দুই রাষ্ট্রনেতার মধ্যে পাল্টাপাল্টি কথার লড়াই হয়েছে অনেক। কিন্তু এবার কোন রাগ ঢাক না রেখে মুখোমুখি উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুজনের। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে মতপার্থক্য এক সময় চিৎকার-চেচামেচির পর্যায়ে চলে যায়।
দুই নেতার বৈঠকে শুরুতেই সাংবাদিকদের সামনে জেলেনস্কিকে আক্রমণ করে বক্তব্য দেন ট্রাম্প। জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিষ্কার জানিয়ে দেন হয় জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে হবে তা না হলে ইউক্রেনের পাশে থাকবে না যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্র না থাকলে ইউক্রেন কে একাই লড়তে হবে সতর্ক করেন ট্রাম্প। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে খুনি হিসেবে আখ্যা দেন জেলেনস্কি। বলেন একজন খুনিকে কোনভাবেই ছাড় দেওয়া উচিত নয়।
পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানেরও সমালোচনা করেন জ্বলেনস্কি। একজন খুনির সঙ্গে কোন ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেঞ্চো। বলেন জেলেনস্কির মধ্যে কোন কৃতজ্ঞতা বোধ নেই। ওভাল অফিসে বসে জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট কে অসম্মান করেছেন বলে মন্তব্য করেন ভ্যান্স। এ সময় উচ্চস্বরে জেলেনস্কি উত্তর দেন অনেকবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন।
হোয়াইট হাউসের রীতি অনুযায়ী বৈঠক শেষে দুই রাষ্ট্রনেতার মধ্যে যৌথ সংবাদ সম্মেলন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। উদ্বো পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। জলোনস্কি ও তার সঙ্গে থাকা ইউক্রেনের অন্য কর্মকর্তারা হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান। যদি ও ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সসালে বলেছেন যেদিন জেলেনস্কির জন্য প্রস্তুত হবেন সেদিন আবার হোয়াইট হাউজে ফিরে আসতে পারেন।
