ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম
অনলাইন সংস্করণ
ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার দিলেন জেমি লি কার্টিস
১১ জানুয়ারি, ২০২৫ | ৯:৪০ এএম
![ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার দিলেন জেমি লি কার্টিস](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/11/20250111093941_original_webp.webp)
ছবি: সংগ্রহ
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ভয়াবহ দাবানলে পুড়েছে শতাধিক বাড়িঘর। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় হাজারো মানুষ। ক্ষতির তালিকা থেকে বাদ যায়নি রুপালি পর্দার তারকারাও। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার দান করেছেন অভিনেত্রী জেমি লি কার্টিস।
লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে রয়েছে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসের মতো তারকাদের বিলাসবহুল বাড়ি। এ বাড়িগুলোও আগুনের কবলে পড়ে ধ্বংস হয়ে গেছে।
প্যারিস হিলটনের মালিবুতে অবস্থিত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার দেখে তিনি এ খবর জানতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, এ অভিজ্ঞতা যেন আর কারো না হয়। প্যারিস জানান, তার বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল, যা আগুনে পুড়ে গেছে। পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে তিনি জানান।
খ্যাতনামা অভিনেত্রী জেমি লি কার্টিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার পরিবার নিরাপদ রয়েছে। তবে তাদের বাড়ি রক্ষা পায়নি। তিনি ঈশ্বর ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার শেয়ার করা ভিডিওতে দেখা যায়, স্থানীয় বহু বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। নিজের ক্ষতি হলেও অন্যদের সাহায্যকল্পে তিনি দান করেছেন।
জেমি তার সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘যেহেতু আগুন নিভছে না এবং ছড়িয়ে পড়ছে, যারা এ নিয়ে কাজ করছেন তারা বহু মানুষের জীবন বাঁচাচ্ছেন। এ দুর্ঘটনার মধ্যে হয়তো আমাদের বন্ধু, সহকর্মীরাও ক্ষতিগ্রস্ত। তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য আমি, আমার স্বামী ও সন্তানরা মিলে ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার দিচ্ছি।’
ইনস্টাগ্রামে এ পোস্ট করার সঙ্গে জেমি জানান, তিনি গভর্নর নিউসম ও মেয়র বাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। তাদের মাধ্যমেই দ্রুত সময়ে সঠিক জায়গায় ও সঠিকভাবে ত্রাণ ও সাহায্য পৌঁছানো সম্ভব।
‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনোভাবে প্রাণে বেঁচেছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তিনি শোকাহত।
পুড়ে গেছে অস্কারজয়ী অভিনেতা অ্যান্থনি হপকিন্সের বাড়ি। আশপাশের কোনো বাড়িই মুক্তি পায়নি আগুন থেকে। ম্যাথু পেরি যে বাড়িতে মারা গিয়েছিলেন, সেটিও আছে পুড়ে যাওয়া বাড়ির তালিকায়। গতকাল একটি স্যাটেলাইট ছবি প্রকাশ হয়েছিল লস অ্যাঞ্জেলেসের। সেখানে দেখা যায়, সব দাউদাউ করে জ্বলছে।
![ত্রাণ তহবিলে ১০ লাখ ডলার দিলেন জেমি লি কার্টিস](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)