ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪০:৪০ এএম

ত্রিশ পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা জানালো ইস্টার্ন ব্যাংক

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৬:০ এএম

ত্রিশ পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা জানালো ইস্টার্ন ব্যাংক

ছবি: সংগ্রহ

ডিজিটাল ফাইন্যান্স সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ত্রিশ পার্টনার প্রতিষ্ঠানকে ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেনলন কেন্দ্রে ডিজিটাল রুপান্তরের ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে নিয়ে অর্জিত সম্মিলিত সাফল্যকে উদযাপন করে ইস্টার্ন ব্যাংক।

 

পার্টনার্স ইন প্রোগ্রেস, এক্সিলেন্স ইন বিজনেস এবং এনাবলার অফ এক্সিলেন্স এই তিন ক্যাটাগরিতে পার্টনারদের পুরস্কৃত করে ইস্টার্ন ব্যাংক।

 

ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, “পার্টনারদের সম্মাননা জানানোর মাধ্যমে সহযোগিতা, উদ্ভাবন, এবং এক্সিলেন্সের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ডিজিটাল আর্থিক সেবা দৃশ্যপটে আমরা পার্টনারদের সঙ্গে সম্মিলিতভাবে একটি নতুন মানদন্ড স্থাপন করছি। এর মাধ্যমে অধিকতর অন্তর্ভূক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের পথযাত্রা বেগবান হবে বলে আশা করি”।


অনুষ্ঠানে “বাংলাদেশে ডিজিটাল অন্তর্ভূক্তির বর্তমান চিত্র এবং ডিজিটাল লেনদেনের ভবিষ্যৎ সম্ভাবনা” বিষয়ে মূল বক্তব্য রাখেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার। ধন্যবাদ বক্তব্য রাখেন ইবিএল ডিজিটাল আর্থিক সেবা বিভাগ প্রধান আহসান উল্লাহ চৌধুরী।

ব্যাংকের গুরুত্বপূর্ণ পার্টনার ও মার্চেন্ট প্রতিষ্ঠানসহ দেশের ডিজিটাল অঙ্গনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ত্রিশ পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা জানালো ইস্টার্ন ব্যাংক