ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:৫ পিএম
অনলাইন সংস্করণ
থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা
৩১ ডিসেম্বর, ২০২৪ | ৩:৫ পিএম
![থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/31/20241231143541_original_webp.webp)
ছবি: সংগ্রহ
থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদফতর। আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, "গণমাধ্যমের মাধ্যমে সবাইকে অনুরোধ জানাচ্ছি, আজকে যেন কোনো আতশবাজি বা পটকা না ফোটানো হয়। পরিবেশ দূষণ রোধে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
তিনি আরও জানান, "গাছ সুরক্ষা আইন তৈরির প্রক্রিয়া চলছে। এর আওতায় পেরেক ঠুকে বিজ্ঞাপন টাঙানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ বিষয়ে আইনি বিধান কার্যকর হলে শাস্তিমূলক ব্যবস্থাও নিশ্চিত করা হবে।"
এর আগে, পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতশবাজি, পটকা ও ফানুস উড়ানোর কারণে শব্দদূষণ ও বায়ুদূষণ ঘটে। অতিরিক্ত শব্দদূষণের ফলে হৃদরোগ, স্ট্রোক এবং মানসিক চাপের ঝুঁকি বাড়ে। ফানুস উড়ানোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ছাড়াও জীববৈচিত্র্যের ক্ষতি হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ। প্রথমবার আইন লঙ্ঘন করলে ১ মাসের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। পুনরায় অপরাধ করলে ৬ মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
থার্টি ফার্স্ট নাইটে পরিবেশ সুরক্ষায় নেয়া এই পদক্ষেপের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার আহ্বান জানিয়েছেন পরিবেশ অধিদফতর।
![থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস বন্ধে থাকবে মোবাইল কোর্ট: পরিবেশ উপদেষ্টা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)