ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৩৫:১৪ পিএম

দর বৃদ্ধির শীর্ষে ইনডেক্স এগ্রো

১৯ ডিসেম্বর, ২০২৪ | ৩:৩৮ পিএম

দর বৃদ্ধির শীর্ষে ইনডেক্স এগ্রো

ছবি: সংগ্রহীত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডিএসইতে ইনডেক্স এগ্রোর শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৫ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ০২ শতাংশ বেড়েছে।

 


দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির শেয়ার দর আজ ২৩ টাকা ১০ পয়সা বা ৬ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। শীর্ষ দশ তালিকায় তৃতীয় স্থানে থাকা অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারদর বেড়েছে ১ টাকা বা ৫ দশমিক ৯১ শতাংশ।

 

 

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- বিকন ফার্মা, সায়হাম কটন, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ওয়ান স্কিম ওয়ান, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল এবং সায়হাম টেক্সটাইল।

দর বৃদ্ধির শীর্ষে ইনডেক্স এগ্রো