ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১:৩৫:৪৬ পিএম

দরপতন থামছেই না পুঁজিবাজারে

২৫ এপ্রিল, ২০২৪ | ১০:৩৭ এএম

দরপতন থামছেই না পুঁজিবাজারে

পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় গতকাল বুধবারও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান মূল্যসূচকের পতন হয়েছে। এর মাধ্যমে ঈদের পর লেনদেন হওয়া আট কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবসেই পুঁজিবাজারে দরপতন হয়েছে।

 

যদিও বাজারের বর্তমান পরিস্থিতির চ্যালেঞ্জসমূহ নিয়ে পুঁজিবাজার অংশীজনদের সঙ্গে গত সোমবার লেনদেন শেষে বৈঠক করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)। এদিন বাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিললেও পরের কার্যদিবস মঙ্গলবার ফের দরপতন হয়। গতকাল বুধবারও সূচকের পতন হয়েছে, এতে পুঁজিবাজারে চলমান দরপতন না থেমে উল্টো দীর্ঘ হচ্ছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৭৪টি প্রতিষ্ঠানের। আর ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে নেমে গেছে।

 

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।


প্রধান মূল্যসূচক কমলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৬০২ কোটি ৭৪ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৯৭ কোটি ৫৬ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ১৮ লাখ টাকা।

 

এই লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের ২৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

 

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ছিলÑমালেক স্পিনিং, গোল্ডেন সন, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যালস, আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস এবং আইটি কনসালট্যান্ট।

 

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৭৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৬ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১৫ কোটি ৬৯ লাখ টাকা।

দরপতন থামছেই না পুঁজিবাজারে