ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৫৭:০০ এএম

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

২১ জানুয়ারি, ২০২৫ | ৫:০ এএম

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

ছবি: সংগ্রহ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০০ কোম্পানির মধ্যে ২৪৮টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।

 


ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, সোমবার (২০ জানুয়ারি) মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

 

 


দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলসের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। আর ৯ দশমিক ৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে জেএমআই হসপিটাল।

 

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিকস, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফাইন ফুডস, সোনারগাঁও টেক্সটাইল, কোহিনূর কেমিক্যালস, কনফিডেন্স সিমেন্টস এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক