ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৪০ এএম
অনলাইন সংস্করণ
দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং
২৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৪০ এএম
![দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/26/20250126160711_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৩ কোম্পানির মধ্যে ৭৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৬ জানুয়ারি) মিথুন নিটিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৬ দশমিক ২৯ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম টেক্সটাইল।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যাল ৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৬ দশমিক ০৯ শতাংশ, নিউ লাইন ক্লোথিং ৫ দশমিক ৪৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৫ দশমিক ৩৮ শতাংশ, লেগেসি ফুট ৫ দশমিক ১৮ শতাংশ, ড্রাগন সোয়েটার ৪ দশমিক ৯২ শতাংশ ও এনভয়টেক্সটাইল ৪ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে।
![দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)