ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ নভেম্বর, ২০২৪ | ৯:১৬ এএম
অনলাইন সংস্করণ
দাম কমলো ডিজেল-কেরোসিনের, রাত থেকেই কার্যকর
১ নভেম্বর, ২০২৪ | ৯:১৬ এএম
![দাম কমলো ডিজেল-কেরোসিনের, রাত থেকেই কার্যকর](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/01/20241101091635_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। বৃহস্পতিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি তেলের দাম সমন্বয় করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা। তবে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত আছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।
![দাম কমলো ডিজেল-কেরোসিনের, রাত থেকেই কার্যকর](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)