ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৪৯:৩২ পিএম

দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি করল বিদ্যুৎ বিভাগ

২২ জানুয়ারি, ২০২৫ | ১২:৩৩ পিএম

দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি করল বিদ্যুৎ বিভাগ

ছবি: সংগ্রহ

বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্রয় চুক্তির ট্যারিফ (বিদ্যুতের দাম) পর্যালোচনা করতে ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ এই কমিটি গঠনের ঘোষণা দেয়।

 

 

কমিটির নেতৃত্ব দেবেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মো. কামরুল আহসান, এবং সদস্য সচিব করা হয়েছে বিদ্যুৎ বিভাগের উপসচিব (উন্নয়ন-১) মোহাম্মদ সোলায়মানকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিদ্যুৎ খাতের সংস্কার কমিটির আর্থিক মডেলিং বিশেষজ্ঞ ও পাওয়ারসেলের পরামর্শক তোহা মুহাম্মদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) অঞ্জনা খান মজলিশ, এবং পরিচালক (ক্রয় পরিদপ্তর) মো. নান্নু মিয়া।

 

 

কমিটি বিশেষভাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য প্রণীত 'দায়মুক্তি আইনের' আওতায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্রয় চুক্তি পর্যালোচনা করবে। এই চুক্তিগুলোতে কোনো অসঙ্গতি থাকলে তা চিহ্নিত করে সুপারিশ দেওয়া হবে। বিশেষত, ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ দাম পর্যালোচনা করে তা কমানোর সম্ভবনা খতিয়ে দেখবে কমিটি।

 

 

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনটি ২০১০ সালে প্রণীত হয়, যার আওতায় দরপত্র ছাড়া একের পর এক চুক্তি করা হয়েছিল। এই আইন অনুযায়ী, কোনো সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব ছিল না। দীর্ঘদিন ধরে এই আইন বাতিলের দাবি উঠলেও সরকার তা উপেক্ষা করে আসছিল। তবে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত নভেম্বরে এই আইন বাতিল করা হয়। এর পরেই বিদ্যুৎ খাতে এই আইন অধীনে হওয়া চুক্তিগুলো পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়।

 

 

বিদ্যুৎ খাতের বিশেষ এ চুক্তিগুলোর বিষয়ে অনেক প্রশ্ন এবং অনিয়মের অভিযোগ রয়েছে। বিগত সরকারের সময়ে কিছু বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব প্রকল্পের কাজ দেওয়া হয়েছিল, এবং বিদ্যুৎ ক্রয়ের জন্য অনেক বেশি ব্যয় গুণতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

 

নতুন কমিটির গঠন এবং বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার এই পদক্ষেপটি দেশের বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রতি সরকারের গুরুত্ব প্রদর্শন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দাম পর্যালোচনায় ৬ সদস্যের কমিটি করল বিদ্যুৎ বিভাগ