ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম
অনলাইন সংস্করণ
দুই স্টেশনের নাম পরিবর্তন, ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে
৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:০ পিএম
![দুই স্টেশনের নাম পরিবর্তন, ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/07/20250207131332_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশ রেলওয়ে যমুনা সেতুর দুই প্রান্তের স্টেশনগুলোর নাম পরিবর্তন করেছে। এর ফলে, আগের নামের মাধ্যমে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে স্টেশন খুঁজে টিকিট পাওয়ার সম্ভাবনা নেই। রেলওয়ের অনলাইন টিকিট সিস্টেমে পরিবর্তিত নাম ৪ ফেব্রুয়ারি থেকে আপডেট করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন-জেভি কর্তৃক জানানো হয়েছে, এখন থেকে পশ্চিমাঞ্চলের স্টেশনগুলোর নতুন নাম অনুসরণ করতে হবে। পূর্বে "বঙ্গবন্ধু সেতু পশ্চিম" (BBSetu_W) নামে পরিচিত স্টেশনটি এখন "সায়দাবাদ" (SAIDABAD) নামে পরিচিত হবে এবং "বঙ্গবন্ধু সেতু পূর্ব" (BBSetu_E) নামে পরিচিত স্টেশনটি "ইব্রাহিমাবাদ" (IBRAHIMABAD) নামে পরিচিত হবে।
ওয়েবসাইটে প্রবেশ করার সময় একটি নোটিশ দেখানো হচ্ছে, যেখানে বলা হয়েছে, রেলযাত্রীদের অনুরোধ করা হচ্ছে নতুন নাম অনুসন্ধান করে টিকিট কেনার জন্য।
![দুই স্টেশনের নাম পরিবর্তন, ট্রেনের টিকিট খুঁজতে হবে যে নামে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)