ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে
২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৪ এএম
![দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/28/20240928105446_original_webp.webp)
ছবি: সংগ্রহ
সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। বুধবার (৯ অক্টোবর) থেকে সোমবার (১৪ অক্টোবর) পর্যন্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা।
ভোমরা কাস্টমস এর ডেপুটি কমিশনার-ডিসি এনামুল হক জানান, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব দুর্গাপূজা উপলক্ষে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি-রফতানি বাণিজ্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন বন্ধ থাকবে। একইসঙ্গে আগামী ১৫ অক্টোবর থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হবে। তবে ছুটির এই ছয়দিনে ভিসা থাকা ব্যক্তিরা যাতায়াত করতে পারবে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য মাকসুদ খান বলেন, উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
![দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দর ৬ দিন বন্ধ থাকবে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)