ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৪ | ৪:৫৫ এএম
অনলাইন সংস্করণ
দুর্গাপূজার ৭টি বিশেষ ট্রেনে কক্সবাজার
৭ অক্টোবর, ২০২৪ | ৪:৫৫ এএম
![দুর্গাপূজার ৭টি বিশেষ ট্রেনে কক্সবাজার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/06/20241006155531_original_webp.webp)
ছবি: সংগ্রহ
কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়মিত দুই জোড়া ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে।
মো. গোলাম রব্বানী জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ১০ অক্টোবর রাত ১১টায় কক্সবাজারগামী প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল ৭টা ৩০ মিনিটে কক্সবাজার পৌঁছাবে। এছাড়া, ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কক্সবাজার থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনগুলো ছাড়বে এবং রাত ১০টায় কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
ঢাকা থেকে কক্সবাজারগামী বিশেষ ট্রেনের আসন সংখ্যা থাকবে ৫১৮টি, আর কক্সবাজার থেকে ঢাকামুখী ট্রেনে আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। পর্যটকদের জন্য এই বিশেষ ট্রেন সার্ভিসটি দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ভ্রমণের আনন্দকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে বলে জানান রেলওয়ের এই কর্মকর্তা।
![দুর্গাপূজার ৭টি বিশেষ ট্রেনে কক্সবাজার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)