ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:১৪:০০ এএম

দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ

১৩ জুলাই, ২০২৪ | ১২:৩৫ পিএম

দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ

বিদায়ী সপ্তাহে (০৭ জুলাই-১১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ২২০টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড।

সমাপ্ত সপ্তাহে আফতাব অটোর শেয়ার দর আগের সপ্তাহের তুলনায় ২৯ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪০ পয়সায়।

 

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর বেড়েছে ২৯ দশমিক ১৯ শতাংশ। আর ২০ দশমিক ২৩ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে সালভো কেমিক্যাল।


সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রিপাবলিক ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ২৯ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৫ দশমিক ২০ শতাংশ, এনআরবি ব্যাংকের ১৫ শতাংশ, বিচ হ্যাচারির ১৪ দশমিক ৫৭ শতাংশ, খান ব্রাদার্সের ১৪ দশমিক ৫৬ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১৪ দশমিক ৪৯ শতাংশ এবং এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের ২৩ দশমিক ৯৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

দেশবন্ধু পলিমারের শেয়ারদর বেড়েছে প্রায় ৩০ শতাংশ