ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:২২:৩০ পিএম

দেশে আসছে স্টারলিংক প্রস্তুত ইলন মাস্ক

৩০ অক্টোবর, ২০২৪ | ১১:১ এএম

দেশে আসছে স্টারলিংক প্রস্তুত ইলন মাস্ক

ছবি: সংগ্রহীত

সরকার দেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর পরিকল্পনা করছে এবং এর জন্য বৈশ্বিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের সঙ্গে আলোচনা শুরু করেছে।

 

 

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মহাকাশবিষয়ক সংস্থা স্পেসএক্সের অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেছে। এই বৈঠকে জানা গেছে, স্টারলিংক বাংলাদেশে প্রবেশ করতে সম্পূর্ণ প্রস্তুত।

 

 

বাংলাদেশে স্পেসএক্স ব্যবসা শুরু করতে চাইলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। বিটিআরসি ইতোমধ্যে এক খসড়া গাইডলাইন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ব্যক্তিদের শনাক্ত করতে এনটিএমসি বা বিটিআরসিকে তথ্য দিতে হবে। বেআইনি বা নাশকতামূলক কার্যকলাপ পর্যবেক্ষণ ও শনাক্তের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে পারবে কমিশন। পাশাপাশি, স্যাটেলাইট কোম্পানিকে সরকারের নির্দেশনা ও আদেশ মানতে হবে।

 

 

গত তিন বছরে স্টারলিংক স্যাটেলাইট-ভিত্তিক ব্রডব্যান্ড সেবা চালুর জন্য অনুমোদন চেয়ে সরকারের সঙ্গে আলোচনা করেছে। গত বছর স্টারলিংক বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এর মাধ্যমে প্রযুক্তিগত পরীক্ষার অনুমোদন পেয়েছিল, যেখানে ১৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড গতির প্রতিশ্রুতি দেখা গেছে।

 

 

গত ২১ অক্টোবর স্টারলিংকের গ্লোবাল লাইসেন্সিং পরিচালক রেবেকা স্লিক হান্টারের সঙ্গে বৈঠককালে আশিক চৌধুরী বলেন, যদি স্টারলিংক জুলাইয়ে কার্যকর হতো, তবে ইন্টারনেট ব্লকডেগুলোর প্রভাব কমে আসতো।

 

 

তিনি আরও জানান, স্টারলিংক কিছু বাধা অতিক্রম করে কার্যক্রম শুরু করতে সক্ষম হবে এবং এটি গ্রামীণ স্কুল ও সুন্দরবনের মতো দূরবর্তী ফ্রিল্যান্সিং কেন্দ্রে ইন্টারনেট সংযোগ দিতে পারে।

 

 

বিটিআরসির মিডিয়া ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন খান জানিয়েছেন, তারা নন-জিওস্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিস অপারেটর লাইসেন্স গাইডলাইন তৈরির কাজ করছে।

 

 

নেটওয়ার্ক ও প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ বলেন, গাইডলাইন অনুযায়ী স্টারলিংক দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) মতো কার্যক্রম চালাবে। যদি দেশে ইন্টারনেট বন্ধ করা হয়, তবে স্যাটেলাইটে ইন্টারনেট সেবাও কার্যকর হবে না।

 

 

স্টারলিংকের স্থানীয় ইন্টারনেট বাজারে সম্ভাব্য প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি। এটি দূরবর্তী এবং সেবা-অপ্রাপ্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সরবরাহের প্রতিশ্রুতি দিচ্ছে, যা শিক্ষাগত ও অর্থনৈতিক সুযোগ উন্মুক্ত করবে। তবে, এর সেবার উচ্চ খরচ এবং সস্তা স্থানীয় প্রদানকারীদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে, স্টারলিংক কতটা টেকসই হবে সে বিষয়ে।

দেশে আসছে স্টারলিংক প্রস্তুত ইলন মাস্ক