ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশে ইন্টারনেট শাটডাউন বন্ধে স্টারলিংককে আনা হচ্ছে
২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৩:৭ পিএম

ছবি: সংগ্রহ
বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে আমন্ত্রণ জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম আজ মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।
আরও পড়ুন
স্টারলিংক চালুর মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা এবং ভবিষ্যতে ইন্টারনেট শাটডাউন কার্যকর করার প্রচেষ্টা প্রতিরোধ করা। শফিকুল আলম তার পোস্টে উল্লেখ করেন যে, অতীতে বিভিন্ন সময় আন্দোলন দমন করতে ইন্টারনেট শাটডাউন ব্যবহার করা হয়েছে, যা সাধারণ জনগণ, বিশেষ করে ফ্রিল্যান্সার ও প্রযুক্তি খাতের কর্মীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারগুলো বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে বিক্ষোভ দমন করেছে, যা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। তবে স্টারলিংকের আগমন নিশ্চিত করবে যে, ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে না। বিশেষ করে বিপিও (বিজনেস প্রসেস আউটসোর্সিং) প্রতিষ্ঠান, কল সেন্টার ও ফ্রিল্যান্সাররা এতে ব্যাপকভাবে উপকৃত হবেন।
বিশ্লেষকরা মনে করছেন, স্টারলিংকের প্রবেশ দেশের প্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা উন্মোচন করবে। একইসঙ্গে এটি দেশের ডিজিটাল যোগাযোগ অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং জনগণের তথ্য ও যোগাযোগের স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ট্যাগ সমূহঃ
- দেশে
- ইন্টারনেট
- শাটডাউন
- স্টারলিংককে
- আনা হচ্ছে
