ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১২:১৪:৫৬ পিএম

দেশে কমছে ইন্টারনেট গ্রাহক, নেপথ্যে যে কারণ

১৭ ডিসেম্বর, ২০২৪ | ৪:২৪ পিএম

দেশে কমছে ইন্টারনেট গ্রাহক, নেপথ্যে যে কারণ

ছবি: সংগ্রহ

দেশে দিন দিন কমছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। চলতি বছরের এপ্রিলের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত ধারাবাহিকভাবে এই সংখ্যা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

 

বিটিআরসির তথ্যমতে, ইন্টারনেটের পাশাপাশি মোবাইল ফোনের গ্রাহক সংখ্যাও কমছে। এক মাসের ব্যবধানে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ২১ লাখ ৯০ হাজার।

 

সর্বশেষ ৯০ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করেন, তবে তাকে সংশ্লিষ্ট সেবার গ্রাহক হিসেবে বিবেচনা করা হয় বলে বিটিআরসি জানিয়েছে।

 

চলতি বছরের জুন মাসে মোট ইন্টারনেট গ্রাহক ছিল ১৪ কোটি ২১ লাখ ৭০ হাজার। এরপর বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়, সেই আলোচিত মাসে গ্রাহক সংখ্যা কমে দাঁড়ায় ১৪ কোটি ১০ লাখ ৫০ হাজারে।

 

আগস্টে গ্রাহক সংখ্যা নেমে আসে ১৪ কোটি ৫ লাখে। সেপ্টেম্বরে এটি কমে দাঁড়ায় ১৩ কোটি ৮৬ লাখ ২০ হাজারে। অক্টোবরে আরও কমে ১৩ কোটি ৭১ লাখ ৮০ হাজারে পৌঁছায়।

 

মোবাইল ইন্টারনেটের গ্রাহক সংখ্যা কমলেও ব্রডব্যান্ড ইন্টারনেট (আইএসপি ও পিএসটিএন) ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বর ও অক্টোবরে ব্রডব্যান্ড গ্রাহক সংখ্যা ১ কোটি ৩৭ লাখ ৪০ হাজারে পৌঁছেছে।

 

গত জুন মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল ১২ কোটি ৯১ লাখ ৭০ হাজার। কিন্তু অক্টোবরে তা কমে ১২ কোটি ৩৪ লাখ ৪০ হাজারে নেমে এসেছে।

 

ইন্টারনেট বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, “মূল্যস্ফীতিসহ নানা কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমছে। হয়তো এ কারণেই ইন্টারনেট ব্যবহারকারী কমছে।”

 

আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, “ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক বাড়াতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। স্বল্পমূল্যের পাশাপাশি সেবার মান বাড়ানো হয়েছে। এজন্যই ব্রডব্যান্ড ব্যবহারকারী বাড়ছে।”

 

বাংলালিংক ও রবির দুই কর্মকর্তা জানান, জনপ্রিয় তিন দিনের ছোট ইন্টারনেট প্যাকেজ বন্ধ হওয়ায় অনেক গ্রাহক ইন্টারনেট থেকে সরে গেছেন। এছাড়াও প্যাকেজ সংখ্যা কমানো, অর্থনৈতিক অস্থিতিশীলতা, শীত মৌসুম ও রাজনৈতিক পরিস্থিতি মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। নিম্ন আয়ের মানুষ তাদের ব্যয় কমিয়ে দিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং মোবাইল ইন্টারনেট প্যাকেজে পরিবর্তনের কারণে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কমছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা বাড়ছে, যা প্রযুক্তি খাতে একটি ইতিবাচক প্রবণতা হিসেবে দেখা হচ্ছে।

দেশে কমছে ইন্টারনেট গ্রাহক, নেপথ্যে যে কারণ