ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫২:৪৯ পিএম

দেশে গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা

১৪ ডিসেম্বর, ২০২৪ | ৩:৫০ পিএম

দেশে গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দেশে চলমান গ্যাস সংকট কাটলে সারের ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, গ্যাস সংকট সমাধান হলে দেশে সার উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে। আজ শনিবার  দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


শিল্প উপদেষ্টা বলেন, “বর্তমানে দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে। তবে লক্ষ্য অর্জনে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। গ্যাস সংকটের কারণে সার উৎপাদন প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারছে না। তবে সমস্যাগুলো নিরসনে সরকার কাজ করে যাচ্ছে।”


তিনি আরও বলেন, “গত সাড়ে ১৫ বছরে দেশে কোনো গ্যাস খনন হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। তবে বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের প্রচেষ্টা চলছে। এ গ্যাস সংকট সমাধান হলে সারের উৎপাদন বাড়ানো সহজ হবে।”


গত দেড় দশকে দেশের বিভিন্ন সেক্টরে হওয়া দুর্নীতির প্রসঙ্গ টেনে আদিলুর রহমান খান জানান, “প্রতিটি সেক্টরের দুর্নীতিগুলো নিরসনের চেষ্টা চলছে। আমরা একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”


পরিদর্শনকালে শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


শিল্প উপদেষ্টার বক্তব্য থেকে স্পষ্ট যে, দেশের গ্যাস ও সারের উৎপাদন সংকট নিরসনে সরকার সক্রিয়। ঘোড়াশাল পলাশ ইউরিয়া কারখানার কার্যক্রমকে আরও উন্নত করে সারা দেশে সারের চাহিদা মেটানোর লক্ষ্যে সরকার অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দেশে গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা