ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:৫৭:৪৬ পিএম

দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯.২ শতাংশ মানুষ: বিবিএস

৩০ জানুয়ারি, ২০২৫ | ৫:৩ পিএম

দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯.২ শতাংশ মানুষ: বিবিএস

ছবি: সংগ্রহ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, দেশের ১৯.২ শতাংশ মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। এর মধ্যে শহরে দারিদ্র্যের হার সাড়ে ১৬ শতাংশ এবং গ্রামে তা ২০ শতাংশের বেশি।

 

গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকায় বিআইসিসি সম্মেলন কক্ষে প্রকাশিত পোভার্টি অ্যান্ড লাইভলিহুড স্ট্যাটিসটিকস সেল-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই গবেষণাটি বিশ্বব্যাংক, বিশ্ব খাদ্য সংস্থা ও বিবিএসের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে।

 

 

প্রতিবেদন অনুযায়ী, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬.৬ শতাংশ দরিদ্র মানুষের বসবাস, আর চট্টগ্রাম বিভাগে সবচেয়ে কম ১৫.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে। ঢাকায় দারিদ্র্যের হার ১.৮ শতাংশ বেড়ে ১৯.৬ শতাংশ হলেও, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার কমেছে। সবচেয়ে বেশি ৬৩.২ শতাংশ দরিদ্র মানুষ মাদারীপুর জেলার ডাসার উপজেলায় বসবাস করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

দেশে দারিদ্র্য সীমার নিচে ১৯.২ শতাংশ মানুষ: বিবিএস