ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ আগস্ট, ২০২৪ | ৯:২১ এএম
অনলাইন সংস্করণ
দেশের অর্থনীতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান সার্ক চেম্বারের
৮ আগস্ট, ২০২৪ | ৯:২১ এএম
![দেশের অর্থনীতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান সার্ক চেম্বারের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/08/08/20240808092050_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বর্তমান প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অর্থনৈতিক কার্যক্রমে গতি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সার্ক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং আর্থিক ক্ষয়ক্ষতি রোধ করার লক্ষ্যে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বানও জানিয়েছে সংগঠনটি।
সাম্প্রতিক সময়ে হওয়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছে এসসিসিআই। তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানাচ্ছে সংগঠনটি। এসব ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরও দ্রুত সুস্থতা কামনা করছে তারা।
বর্তমান প্রেক্ষাপটে আমদানি ও রফতানি কার্যক্রম এবং সাপ্লাই চেইনসহ দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে উল্লেখ করে সংগঠনটি বলেছে, এর ফলশ্রুতিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন বাস্তবতায় দ্রুত সময়ের মধ্যে যথাযথ ও কার্যকর ব্যবস্থা না নেয়া হলে অর্থনীতি আরো ক্ষতির সম্মুখীন হবে।
সংগঠনটি বলছে, এই মুহূর্তে দেশ ও জাতির স্বার্থে শিল্প-কারখানা ও অর্থনৈতিক কার্যক্রমকে পুরোদমে সচল রাখা অত্যন্ত জরুরি। তাই দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে অর্থনৈতিক কার্যক্রমকে বেগবান করতে হবে।
অর্থনীতির চাকা সচল করতে এবং জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে সকল বাণিজ্য সংগঠন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য নিজেদের অঙ্গীকার এবং দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় অর্থনীতি আগের ধারায় ফিরে আসার আশার কথাও জানায় সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
![দেশের অর্থনীতি উন্নয়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান সার্ক চেম্বারের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)