ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৫:১৪ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২০ এএম

অনলাইন সংস্করণ

দেশের অর্থনীতিতে আশা জাগাচ্ছে রফতানি আয়

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:২০ এএম

দেশের অর্থনীতিতে আশা জাগাচ্ছে রফতানি আয়

ছবি: সংগ্রহ

বাংলাদেশের অর্থনীতি অনেক গুরুত্বপূর্ণ সূচকে চ্যালেঞ্জের সম্মুখীন হলেও রফতানি আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। গত জানুয়ারি মাসে পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৪৪৪ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫.৭০ শতাংশ বেশি। এই আয়ে ১২২ টাকা দর প্রতি ডলার হিসেব করা হয়েছে, যার ফলে রফতানি আয় টাকার পরিসরে ৫৪ হাজার ১১৯ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকায় পৌঁছেছে।

 

 

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর প্রকাশিত তথ্যে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। গত বছরের জুলাই-জানুয়ারি সময়ে রফতানি আয় ছিল ২ হাজার ৫৯৪ কোটি ৮৯ লাখ ডলার।

 

 

বিশ্লেষকদের মতে, অর্থনীতির অন্যান্য খাতের সংকটের মাঝেও রফতানি প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য আশার বার্তা নিয়ে এসেছে। যদিও কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থান দ্বারা রফতানি প্রবৃদ্ধির প্রাথমিক মাসগুলোতে কিছুটা ধীর গতি দেখা গিয়েছিল, তবে সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রফতানির প্রবৃদ্ধি উজ্জ্বল হয়েছে।

 

 

ইপিবির তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রফতানি বৃদ্ধি পেয়েছে। তবে কিছু খাতে, যেমন চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্লাস্টিক পণ্য, রফতানি কমেছে। রফতানি আয়ের ৮০ শতাংশের বেশি যেহেতু তৈরি পোশাক খাত থেকে আসে, তাই এই খাতের অগ্রগতি রফতানি প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

এছাড়া, কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রফতানি আয় ১০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৭ কোটি ডলারে পৌঁছেছে, যা চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানির তুলনায় দ্বিতীয় শীর্ষ স্থানে অবস্থান করছে। জানুয়ারিতে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রফতানি ছিল ৭ কোটি ৮৩ লাখ ডলার, যা ২১ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

তৈরি পোশাক খাতের রফতানি আয় বেড়েছে ১২ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে এই খাত থেকে আয় দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৫ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। জানুয়ারি মাসে তৈরি পোশাক রফতানি আয় ৫.৫৭ শতাংশ বেড়ে ৩৬৬ কোটি ডলারে পৌঁছেছে।

 

 

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, "উৎপাদন ব্যয়ের বৃদ্ধি ও বাজারভিত্তিক প্রতিযোগিতা এখনো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তবে রফতানি প্রবৃদ্ধি দেশের জন্য আশার আলো।"

 

 

এই প্রবৃদ্ধির ধারাবাহিকতা অর্থনীতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য খাতে সমস্যা মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে হবে।

দেশের অর্থনীতিতে আশা জাগাচ্ছে রফতানি আয়