ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ১২:৩৫:০৭ পিএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:১৯ এএম

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা

ছবি: সংগ্রহ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ৩ হাজার ২৪৩ বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

 

বুধবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪ হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এদিকে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

 

এর আগে গত ২, ৬, ১১ ও ১৮ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। এখন আবার দাম বাড়ানোর মাধ্যমে টানা আট দফা দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা