ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৪ | ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
দেশের রিজার্ভে প্রভাব ফেলতে পারে বিদেশি সুদের হার
৩০ জুলাই, ২০২৪ | ৯:৩০ পিএম
![দেশের রিজার্ভে প্রভাব ফেলতে পারে বিদেশি সুদের হার](https://i.vatbondhu.com/images/original-webp/2024/07/30/20240730161706_original_webp.webp)
বিশ্বের উন্নত দেশগুলো থেকে বাংলাদেশ ঋণ গ্রহণ করে থাকে। এই ঋণের সুদের হার কোনোটা বেশি, আবার কোনোটি সহনীয়। এরপরও সরকারকে ঋণ নিতে হয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য। সরকার ঋণ গ্রহণ করলেও ঋণ পরিশোধের চেয়ে ঋণের সুদের হার নিয়মিত গুনতে হয়। উন্নত দেশগুলো বিদ্যমান উচ্চ সুদের হার যদি আগামীতে আরও বাড়িয়ে দেয়, তা হলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ পড়তে পারে। একই সঙ্গে রিজার্ভ বাড়ানো কঠিন হতে পারে। অর্থ বিভাগ থেকে প্রকাশিত নীতি বিবৃতিতে এই আভাস দেওয়া হয়েছে।
প্রচলিত নিয়মে সরকার নতুন অর্থবছরের শুরুতে বাজেটের সঙ্গে নীতি বিবৃতি প্রকাশ করে থাকে। চলতি বছর তার ব্যত্যয় হয়নি। নীতি বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, একদিকে যেমন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো কঠিন হবে। অন্যদিকে অভ্যন্তরীণ বাজারে উচ্চ সুদের হার বিনিয়োগের ক্ষেত্রে গতি কমিয়ে দিতে পারে। আর এর সরাসরি প্রভাব পড়বে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিতে।
নীতি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৈশি^ক ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থবছরে ৮টি বড় ধরনের চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলতি মাসে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণা করেছে। সেই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি বেশ গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিকে অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা জানান, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার মুদ্রা ও রাজস্ব নীতিতে বেশ কিছু সমন্বয় সাধন করে কৌশল তৈরি করেছে। কঠোর মুদ্রা ও ব্যয় সংকোচন নীতি অবলম্বন করা হচ্ছে। এর ফলে সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে কর জিডিপি অনুপাত সন্তোষজনক নয়। দেশের কর আদায় বাড়ানোর জন্য সংস্কার ও নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
আগামী ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বেশকিছু সুবিধা কমে যেতে পারে। যে কারণে ইতোমধ্যে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের কমিটি বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রফতানি বহুমুখীকরণ করা, উৎপাদন বাড়ানো ও ব্যবসায়িক পরিবেশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
- ট্যাগ সমূহঃ
- সুদ
![দেশের রিজার্ভে প্রভাব ফেলতে পারে বিদেশি সুদের হার](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)