ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
নতুন রেকর্ড সৃষ্টি করে এগিয়ে চলছে মোংলা বন্দর : চেয়ারম্যান
২১ ডিসেম্বর, ২০২৪ | ৩:২০ পিএম
![নতুন রেকর্ড সৃষ্টি করে এগিয়ে চলছে মোংলা বন্দর : চেয়ারম্যান](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/21/20241221151043_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় লাইন হিসেবে মোংলা আন্তর্জাতিক সমুদ্রবন্দর নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে এগিয়ে চলেছে। খুলনার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ মোংলা বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা থেকে মাত্র ৩ ঘণ্টায় এ বন্দরে আমদানি-রপ্তানি পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে।
প্রতিষ্ঠার ৭৪ বছরের মধ্যে পশুর নদীর তীরের এই বন্দরটি নৌ, সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা নিয়ে ত্রিমাত্রিক আন্তর্জাতিক সমুদ্রবন্দরে পরিণত হয়েছে। সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা ওয়ানস্টপ সার্ভিস এবং একই সঙ্গে ৪৭টি জাহাজ নোঙরের সুবিধা বন্দরের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরটি কার্যক্রম সচল রাখতে পশুর চ্যানেলে ৬৯টি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে। আমদানি ও রপ্তানির জন্য রয়েছে ট্রানজিট শেড, ওয়্যার হাউস, কনটেইনার ইয়ার্ড, ১৬১টি রিফার প্লাগপয়েন্ট, কার পার্কিং ইয়ার্ড এবং ১৩৬টি আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি।
বন্দরের সক্ষমতা বাড়াতে চলমান চারটি প্রকল্পের মধ্যে ড্রেজিংয়ের কাজ শেষ হলে ১০ মিটার ড্রাফটের জাহাজ সরাসরি জেটিতে নোঙর করতে পারবে। এ প্রকল্পগুলো সম্পন্ন হলে বার্ষিক ১.৫০ কোটি টন কার্গো এবং ৪ লাখ টিইইউজ কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হবে।
মোংলা বন্দর ব্যবহারে ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি বাণিজ্যিক জাহাজের সংখ্যা ২.৩০ শতাংশ, কার্গো হ্যান্ডলিং ৯.৭২ শতাংশ, কনটেইনার ১৬.৭৮ শতাংশ এবং গাড়ি হ্যান্ডলিং ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ২৯ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি হয়েছে।
মোংলা বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল এবং ভুটানের ট্রানজিট পণ্য রপ্তানির সম্ভাবনা তৈরি হয়েছে। স্থল, নৌ এবং রেল যোগাযোগের মাধ্যমে রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের পণ্য পরিবহন সহজতর হয়েছে।
মোংলা বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন শিল্প-কারখানা, সম্প্রসারিত হয়েছে ব্যবসা-বাণিজ্য এবং সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল তথা সামগ্রিক অর্থনীতিতে এ বন্দরটির ভূমিকা অপরিসীম।
মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, “এই সমুদ্রবন্দরটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। আধুনিক অবকাঠামো এবং পরিকল্পনার মাধ্যমে মোংলা বন্দর ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।”
![নতুন রেকর্ড সৃষ্টি করে এগিয়ে চলছে মোংলা বন্দর : চেয়ারম্যান](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)