ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২৪ | ৯:৫২ এএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
নিউ ইয়র্ক আদালতে গৌতম আদানি অভিযুক্ত: ঘুষ ও প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা
২১ নভেম্বর, ২০২৪ | ৯:৫২ এএম
![নিউ ইয়র্ক আদালতে গৌতম আদানি অভিযুক্ত: ঘুষ ও প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/21/20241121095145_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ঘুষ ও প্রতারণার মাধ্যমে জালিয়াতি প্রকল্পে সম্পৃক্ততার অভিযোগে বুধবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে, ৬২ বছর বয়সী আদানি বহু বিলিয়ন ডলারের জালিয়াতি ও ঘুষের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলার ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। এসব অর্থ গোপন রেখে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ সংগ্রহের প্রচেষ্টা চালানো হয়েছিল বলে উল্লেখ করা হয়।
ভয়েস অব আমেরিকার মতে, আদানি একটি সৌরশক্তি সরবরাহ চুক্তি অর্জনে ভারতীয় কর্মকর্তাদের ২৫ কোটি ডলারেরও বেশি ঘুষ দিয়েছেন এবং বিনিয়োগকারীদের এ তথ্য গোপন করেছেন। এই প্রকল্পে বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রের অর্থায়নে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন।
উপ-সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেছেন, “অভিযোগে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতির মাধ্যমে বিশাল জ্বালানি প্রকল্পের চুক্তি গ্রহণ ও অর্থায়ন করার চেষ্টা করেছেন।”
অভিযোগের বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
![নিউ ইয়র্ক আদালতে গৌতম আদানি অভিযুক্ত: ঘুষ ও প্রতারণার অভিযোগে ফৌজদারি মামলা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)