ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৩:৫২ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৪০ পিএম

অনলাইন সংস্করণ

নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে আরও একধাপ এগিয়ে গেল ভারত

৩১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৪০ পিএম

নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে আরও একধাপ এগিয়ে গেল ভারত

ছবি: সংগ্রহ

চলতি বছরের শেষ দিকে আরও এক মাইলফলক অর্জন করেছে ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। গত ৩০ ডিসেম্বর, ইসরো সফলভাবে স্পেস ডকিং পরীক্ষা বা স্পেডেক্স অভিযান শুরু করেছে, যা মহাকাশে দুটি মডিউল একে অপরের সঙ্গে সংযুক্ত (ডকিং) করার প্রযুক্তিতে ভারতের প্রবেশকে নিশ্চিত করেছে। এর মাধ্যমে ভারতের নাম যুক্ত হলো আমেরিকা, রাশিয়া এবং চীনের পর, এই প্রযুক্তি ব্যবহারের সফলতার তালিকায়।

 


ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস প্যাড থেকে স্থানীয় সময় রাত ১০টায় পিএসএলভি–সি ৬০ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটি দুটি ছোট মডিউল ৪৭৫ কিলোমিটার উচ্চতার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করে। প্রতিটি মডিউলের ওজন ছিল ২২০ কিলোগ্রাম। পিএসএলভি (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) রকেটটি মহাকাশে উৎক্ষেপণ এবং মডিউল স্থাপন করতে ব্যবহৃত হয়।

 

 

ইসরোর প্রধান এস সোমানাথ জানান, "স্পেস ডকিং পরীক্ষার সফল উৎক্ষেপণ ঘোষণা করছি। রকেট মডিউলগুলো সঠিক কক্ষপথে স্থাপন করেছে এবং পুরো পিএসএলভি–প্রকল্প দলকে অভিনন্দন।"

 


উৎক্ষেপণের পর দুটি মডিউল একে অপরের পেছনে চলে যায় এবং পরবর্তীতে ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসবে। এই প্রক্রিয়ার মাধ্যমে, মডিউল দুটি একে অপরের কাছে পৌঁছাবে এবং তাদের মধ্যে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। এটি আগামী সপ্তাহে, ২০২৫ সালের ৭ জানুয়ারি শুরু হতে পারে।

 

মহাকাশযানগুলো চেজার (এসডিএক্স ০১) এবং টার্গেট (এসডিএক্স ০২) হিসেবে কার্যকর হবে। প্রথমে তাদের মধ্যে দূরত্ব থাকবে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তারা একে অপরের কাছাকাছি চলে আসবে এবং নির্দিষ্ট সময়ে ডকিং প্রক্রিয়া সম্পন্ন হবে। সফল ডকিংয়ের পর দুটি মহাকাশযানের মধ্যে বৈদ্যুতিক শক্তি স্থানান্তরিত হবে এবং শেষে আনডকিং পদ্ধতি শুরু হবে।

 

 

এই মিশনটি ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মহাকাশ স্টেশন স্থাপনের জন্য, যার পরিকল্পনা রয়েছে ২০৩৫ সালের মধ্যে। ইসরো আগামী বছর ২০২৫-এ আরও অনেক গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে। এর মধ্যে জানুয়ারিতে জিএসএলভি রকেটের মাধ্যমে এনভিএস–০২ নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং শীঘ্রই ১০০তম উৎক্ষেপণ উপলক্ষে একটি মহাকাশযান উৎক্ষেপণ করবে ইসরো, যা শ্রীহরিকোটার স্পেসপোর্ট থেকে হবে।

 

 

স্পেস ডকিং পরীক্ষার সফল উৎক্ষেপণ ইসরোকে পৃথিবীর একটি বিশেষ মহাকাশ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করেছে এবং এটি ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি উদ্ভাবনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

নিজস্ব মহাকাশ স্টেশন বানাতে আরও একধাপ এগিয়ে গেল ভারত